Mobile Phone Cool Tips: গরমে মোবাইল গরম হলে কীভাবে ঠান্ডা রাখবেন জেনে নিন

বর্তমানে মোবাইল ফোন ছাড়া কারও এক পা চলে না। ঘুম ভাঙা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়া অবধি সব সময় হাতে ফোন থাকে অনেকের। কোনও জিনিস অতিরিক্ত ব্যবহার করলেই বাড়ে বিপদ। অনেকের মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে যায়, তেমনটা হলে কী করা উচিত, জেনে নিন বিস্তারিত।

May 06, 2025 | 1:47 PM

1 / 8
মোবাইল ফোন ছাড়া বর্তমানে কারও এক পা চলে না। ঘুম ভাঙা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়া অবধি সব সময় হাতে ফোন থাকে অনেকের। (ছবি-ক্যানভা)

মোবাইল ফোন ছাড়া বর্তমানে কারও এক পা চলে না। ঘুম ভাঙা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়া অবধি সব সময় হাতে ফোন থাকে অনেকের। (ছবি-ক্যানভা)

2 / 8
কোনও জিনিস অতিরিক্ত ব্যবহার করলেই বাড়ে বিপদ। তেমনই অনেকের মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করলে খুবই গরম হয়ে যায়। ফোন ঠান্ডা করার জন্য কী করবেন? (ছবি-ক্যানভা)

কোনও জিনিস অতিরিক্ত ব্যবহার করলেই বাড়ে বিপদ। তেমনই অনেকের মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করলে খুবই গরম হয়ে যায়। ফোন ঠান্ডা করার জন্য কী করবেন? (ছবি-ক্যানভা)

3 / 8
সরাসরি সূর্যের আলো মোবাইল ফোনে পড়লে ফোনার তাপমাত্রা তাড়াতাড়ি বেড়ে যায়। ফলে যখন বাড়ির বাইরে থাকবেন চেষ্টা করতে হবে ফোন যেন ছায়ায় থাকে। (ছবি-গেটি ইমেজস)

সরাসরি সূর্যের আলো মোবাইল ফোনে পড়লে ফোনার তাপমাত্রা তাড়াতাড়ি বেড়ে যায়। ফলে যখন বাড়ির বাইরে থাকবেন চেষ্টা করতে হবে ফোন যেন ছায়ায় থাকে। (ছবি-গেটি ইমেজস)

4 / 8
ফোন কখনও কিছুর উপর রেখে চার্জ দিতে নেই। বালিশ, বিছানা বা নরম কোনওকিছুর উপর ফোন রেখে চার্জ দিলে তাপমাত্রা বেড়ে যায়। তাই সমতল ও ঠান্ডা জায়গায় মোবাইল ফোন চার্জ দেওয়া দরকার।(ছবি-গেটি ইমেজস)

ফোন কখনও কিছুর উপর রেখে চার্জ দিতে নেই। বালিশ, বিছানা বা নরম কোনওকিছুর উপর ফোন রেখে চার্জ দিলে তাপমাত্রা বেড়ে যায়। তাই সমতল ও ঠান্ডা জায়গায় মোবাইল ফোন চার্জ দেওয়া দরকার।(ছবি-গেটি ইমেজস)

5 / 8
 মোবাইল ফোন বেশি গরম হয়ে গেলে স্মার্টফোনের স্ক্রিনটাইম কমানোর চেষ্টা করতে হবে। ফোনের স্ক্রিনের ব্রাইটনেস মোটেও অতিরিক্ত রাখা ভালো নয়, বরং তা কমিয়ে রাখা দরকার। (ছবি-গেটি ইমেজস)

মোবাইল ফোন বেশি গরম হয়ে গেলে স্মার্টফোনের স্ক্রিনটাইম কমানোর চেষ্টা করতে হবে। ফোনের স্ক্রিনের ব্রাইটনেস মোটেও অতিরিক্ত রাখা ভালো নয়, বরং তা কমিয়ে রাখা দরকার। (ছবি-গেটি ইমেজস)

6 / 8
একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারের ফলে মোবাইল ফোন গরম হয়ে যায়। ফলে যখন যে অ্যাপ প্রয়োজন, সেই সময়ই সেটি খুলে বাকিগুলি বন্ধ রাখলে ফোন গরম হওয়া আটকানো যায়।(ছবি-গেটি ইমেজস)

একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারের ফলে মোবাইল ফোন গরম হয়ে যায়। ফলে যখন যে অ্যাপ প্রয়োজন, সেই সময়ই সেটি খুলে বাকিগুলি বন্ধ রাখলে ফোন গরম হওয়া আটকানো যায়।(ছবি-গেটি ইমেজস)

7 / 8
অনেক সময় মোবাইল ফোন বেশি ব্যবহার করলে গরম হয়ে যায়। বেশিক্ষণ গেম খেললেও একই সমস্যা দেখা দেয়। তাই যখন মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে, সেই সময় তা ব্যবহার করা চলবে না। (ছবি-গেটি ইমেজস)

অনেক সময় মোবাইল ফোন বেশি ব্যবহার করলে গরম হয়ে যায়। বেশিক্ষণ গেম খেললেও একই সমস্যা দেখা দেয়। তাই যখন মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে, সেই সময় তা ব্যবহার করা চলবে না। (ছবি-গেটি ইমেজস)

8 / 8
মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে কেস খুলে দেওয়া উচিত। পাশাপাশি ফোনে এয়ারপ্লেন মোড অন করতে পারেন। ব্লুটুথ, ওয়াইফাই অপশন বন্ধ করে দিতে হবে। (ছবি-ক্যানভা)

মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে কেস খুলে দেওয়া উচিত। পাশাপাশি ফোনে এয়ারপ্লেন মোড অন করতে পারেন। ব্লুটুথ, ওয়াইফাই অপশন বন্ধ করে দিতে হবে। (ছবি-ক্যানভা)