Iga Swiatek: এক বছরে জোড়া গ্র্যান্ড স্লাম, ইগা ছুঁলেন সেরেনাকে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 11, 2022 | 1:06 PM

চলতি বছরে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন পোলিশ টেনিস তারকা ইগা স্বোয়াতেক। এর ফলে তিনি ছুঁলেন টেনিসের রানি সেরেনা উইলিয়ামের এক রেকর্ড। ২০১৩ সালে এর আগে সেরেনা উইলিয়ামস এক বছরে ফরাসি ওপেন ও ইউএস ওপেন জিতেছিলেন। এ বার সেটা করে দেখালেন ইগা।

1 / 5
চলতি বছরে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন পোলিশ টেনিস তারকা ইগা স্বোয়াতেক। এর ফলে তিনি ছুঁলেন টেনিসের রানি সেরেনা উইলিয়ামের এক রেকর্ড। ২০১৩ সালে এর আগে সেরেনা উইলিয়ামস এক বছরে ফরাসি ওপেন ও ইউএস ওপেন জিতেছিলেন। এ বার সেটা করে দেখালেন ইগা। (ছবি-ইউএস ওপেন টুইটার)

চলতি বছরে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন পোলিশ টেনিস তারকা ইগা স্বোয়াতেক। এর ফলে তিনি ছুঁলেন টেনিসের রানি সেরেনা উইলিয়ামের এক রেকর্ড। ২০১৩ সালে এর আগে সেরেনা উইলিয়ামস এক বছরে ফরাসি ওপেন ও ইউএস ওপেন জিতেছিলেন। এ বার সেটা করে দেখালেন ইগা। (ছবি-ইউএস ওপেন টুইটার)

2 / 5
এ বারের ইউএস ওপেন পেল নতুন রানি। তিউনিশিয়ার অনস জাবেউরকে স্ট্রেট সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ইগা। (ছবি-ইউএস ওপেন টুইটার)

এ বারের ইউএস ওপেন পেল নতুন রানি। তিউনিশিয়ার অনস জাবেউরকে স্ট্রেট সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ইগা। (ছবি-ইউএস ওপেন টুইটার)

3 / 5
এই নিয়ে চলতি বছরে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন ইগা। এর আগে ফরাসি ওপেনে কোকো গফকে হারিয়েছিলেন ইগা। (ছবি-ইউএস ওপেন টুইটার)

এই নিয়ে চলতি বছরে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন ইগা। এর আগে ফরাসি ওপেনে কোকো গফকে হারিয়েছিলেন ইগা। (ছবি-ইউএস ওপেন টুইটার)

4 / 5
ইগার ক্যাবিনেটে উঠল তৃতীয় গ্র্যান্ড স্লাম। চলতি বছরের দুটি গ্র্যান্ড স্লাম ছাড়া ২০২০ সালে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন ইগা। (ছবি-ইউএস ওপেন টুইটার)

ইগার ক্যাবিনেটে উঠল তৃতীয় গ্র্যান্ড স্লাম। চলতি বছরের দুটি গ্র্যান্ড স্লাম ছাড়া ২০২০ সালে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন ইগা। (ছবি-ইউএস ওপেন টুইটার)

5 / 5
যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালে এই প্রথম বার উঠেছিলেন ইগা। যে ধারাবাহিকতা দেখাচ্ছেন ইগা, তাতে তাঁর চ্যাম্পিয়ন হওয়াটা একপ্রকার নিশ্চিত ছিল। আর হলও সেটাই। মাত্র ২১ বছরেই ৩টি গ্র্যান্ড স্লামের মালকিন হলেন পোলিশ তারকা ইগা। (ছবি-ইউএস ওপেন টুইটার)

যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালে এই প্রথম বার উঠেছিলেন ইগা। যে ধারাবাহিকতা দেখাচ্ছেন ইগা, তাতে তাঁর চ্যাম্পিয়ন হওয়াটা একপ্রকার নিশ্চিত ছিল। আর হলও সেটাই। মাত্র ২১ বছরেই ৩টি গ্র্যান্ড স্লামের মালকিন হলেন পোলিশ তারকা ইগা। (ছবি-ইউএস ওপেন টুইটার)

Next Photo Gallery