Bangla NewsPhoto gallery Iga Swiatek wins French Open and US Open in the same year after Serena Williams in 2013
Iga Swiatek: এক বছরে জোড়া গ্র্যান্ড স্লাম, ইগা ছুঁলেন সেরেনাকে
চলতি বছরে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন পোলিশ টেনিস তারকা ইগা স্বোয়াতেক। এর ফলে তিনি ছুঁলেন টেনিসের রানি সেরেনা উইলিয়ামের এক রেকর্ড। ২০১৩ সালে এর আগে সেরেনা উইলিয়ামস এক বছরে ফরাসি ওপেন ও ইউএস ওপেন জিতেছিলেন। এ বার সেটা করে দেখালেন ইগা।