Bangla NewsPhoto gallery Igor Magalhaes the Brazilian fan who surprised Messi with his mega tattoo in Copa America 2021
Copa America 2021: মেসির ব্রাজিলিয়ান ভক্তের বিরাট ট্যাটু
লিওনেল মেসির (Lionel Messi) ভক্তরা সারা বিশ্বেই ছড়িয়ে। ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল শত্রুতা থাকলেও মেসি নামটাই মিলিয়ে দেয় দুই দেশকে। কোপা (Copa America) খেলতে ব্রাজিলে আর্জেন্টিনা। সেই সুযোগেই ব্রাসিলিয়ায় আর্জেন্টিনার টিম হোটেলের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকলেন ইগর মাগাহেইস নামে ব্রাজিলের এক মেসি-ভক্ত। যার পিঠে লিওনেল মেসির এক বড় ট্যাটু।