
কখনও বিকিনি ব্লাউজের সঙ্গে ম্যাচিং স্কার্ট, কখনও আবার বড় টুপিতে বিকিনি ঢেকে রেখে দর্শকদের আরও ব্যাকুল করতে চেয়েছেন নায়িকা। সূর্যস্নাত হয়েও একাধিক ছবি পোস্ট করেছেন ইলিয়ানা। কখনও আবার হেঁটে যাচ্ছেন সমুদ্রতীর ধরে, দূরে। ছবির সঙ্গে শেয়ার করেছেন একাধিক ভিডিয়ো।

সাম্প্রতিক ছুটি কাটানোর ফাঁকে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন ইলিয়ানা। সব ছবিতেই বিকিনি ও মনোকিনিতে সেজেছেন নায়িকা। কখনও বিকিনি ব্লাউজের সঙ্গে ম্যাচিং স্কার্ট, কখনও আবার বড় টুপিতে বিকিনি ঢেকে রেখে দর্শকদের আরও ব্যাকুল করতে চেয়েছেন নায়িকা।

সূর্যস্নাত হয়েও একাধিক ছবি পোস্ট করেছেন ইলিয়ানা। কখনও আবার হেঁটে যাচ্ছেন সমুদ্রতীর ধরে, দূরে। ছবির সঙ্গে শেয়ার করেছেন একাধিক ভিডিয়ো।

ইলিয়ানা বরাবরই নিজের ইনস্টাগ্রামে জীবনের টুকরো খবর শেয়ার করেন। ছবি ও ভিডিওর মাধ্যমে ভক্তদেরকে জানিয়ে দেন কী চলছে তাঁর জীবনে। এবারও তার অন্যথা হয়নি। মলদ্বীপের সমুদ্রসৈকতে দারুণ সময় কাটাচ্ছেন নায়িকা।

বিকিনি পরতে বরাবরই স্বচ্ছন্দ ইলিয়ানা। অনেক সময়ই নানা স্টাইলের বিকিনি পরা ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন তিনি। এবারের হলিডেতেও স্টাইলিশ সব বিকিনি পরে ভক্তদের মন জয় করেছেন তিনি।

কাজের দিক থেকে শেষ তাঁকে দেখা গিয়েছিল অভিষেক বচ্চনের সঙ্গে 'দ্য বিগ বুল' ছবিতে। হরষদ মেহতার জীবন নিয়ে তৈরি হয়েছিল এই ছবি। সুচেতা দালালের চরিত্রে কাজ করেছিলেন ইলিয়ানা।