
ফ্যাশন দুনিয়ায় বর্তমানে চাহিদা তুঙ্গে শেপওয়্যারের। বিশেষ এই বিয়েবাড়ির মরশুমে। যে কোনও পার্টি-অনুষ্ঠানেই সকলেই তাঁদের মনের মত করে সাজেন। সেই সাজে খুঁত থাকুক তা কেউই চান না। তাই চটজলদি পারফেক্ট ফিগার পেতে অনেকেরই এখন ভরসা শেপওয়্যার।

বিশেষত মেয়েদের সবচেয়ে দ্রুত ফ্যাট জমে পেটে আর কোমরে। কিন্তু শেপওয়্যার পরলে অতিরিক্ত মেদ পোশাকের ভাঁজে স্পষ্ট হয়ে ওঠে না। এছাড়াও যাঁরা পেশির ব্যথা কিংবা কোমরের ব্যথায় ভুগছেন তাঁরাও কিন্তু পরতে পারেন শেপওয়্যার।

যাঁদের দীর্ঘক্ষণ অফিসে বসে কাজ করতে হয় তাঁরাও এই শেপওয়্যার পরা অভ্যাস করতে পারেন। কোমর এবং পিঠের নীচের দিকে ভালো সাপোর্ট পাওয়া যায়।

শেপওয়্যারে কিন্তু আত্মবিশ্বাসও বাড়ে। বাড়তি মেদ জমলে কমে যায় নিজেরর প্রতি অস্থা। শেপওয়্যার পরে পোশাক পরলে দেখতেও ভল লাগে। নিজের উপর ভরসাও রাখা যায়। শেপওয়্যার কিন্তু ইঞ্চি কমাতেও সাহায্য করে। নিয়মিত একটানা পরলে কিছুটা মেদ কমতে বাধ্য।

শেপওয়্যার পরলে প্রয়োজনের তুলনায় এক সাইজ ছোট মাপের জামা পরা যায়। তবে শেপওয়্যার কিন্তু আরামদায়কও। দীর্ঘক্ষণ পরে থাকলেও কেোনও অসুবিধে হয় না। মূলত সিলিকন জাতীয় উপাদান দিয়ে তৈরি হয় এই শেপওয়্যার। একটানা পরে থাকলে ঘাম হতে বাধ্য। আর অতিরিক্ত ঘাম হওয়া মানে শরীর থেকে টক্সিন বেড়ে যাওয়া। এতে কিন্তু ওজনও কমে।