TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
May 28, 2022 | 10:14 PM
কখনও লাফাচ্ছেন, কখনও নক করছেন, কেউ আছে কিনা জানার জন্য। হঠাৎ কী হল অভিনেতা-সাংসদ দেব-এর? কয়েকদিন ধরে তাঁর সোশ্যাল মিডিয়ায় অদ্ভূত সব ছবি পোস্ট করছেন দেব।
একটা ছবিতে দেখা যাচ্ছে তিনি লাফাচ্ছেন। যার সঙ্গে ক্যাপশন দিচ্ছেন, এমনি!
অন্য একটি ছবিতে তিনি দরজায় টোকা দেওয়ার ভঙ্গি করে লিখেছেন, ‘নক নক কেউ রয়েছেন কী’?
মাথায় ঝুঁকিয়ে ‘হ্যালো’ ক্যাপশন দিয়ে কাকে ডাকছেন?
আজ স্যুট-বুট পরে ব্যায়াম করার ছবি দিয়ে লিখেছেন, ‘উইকেন্ড মুড’।
কয়েকদিন আগে রুক্মিনীর সঙ্গে এই ছবি দিয়ে দেব অনুরাগীদের কাছে প্রশ্ন করেছিলেন, “টিনটিন আর রোহিনীর প্রেম দেখেছেন কি”?
অন্যদিকে কয়েকদিন আগে রুক্মিনীও দেবের সঙ্গে ছবি দিয়ে প্রশ্ন রেখেছিলেন, “আমাদের সকলের মাঝে একজন ফেলুদা রয়েছে, মানেন কি?” আসলে এগুলো সবই দেব-রুক্মিনী অভিনীত ‘কিশমিশ’ ছবির ২৫ দিন উপলক্ষে প্রচার করার কৌশল।