TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Oct 08, 2021 | 10:26 AM
সানি লিওনেকে সম্প্রতি একটি কমলা রঙের পোশাকের সেটে দেখা যায়। তিনি তাঁর এই ফটোশুটটি নিজের বাড়িতেই করেছিলেন।
সানি লিওনে একটি ইউনিসেক্স ওভারসাইজড টি-শার্ট পরেছিলেন। পোশাকটি মূলত আরাম দেওয়ার জন্যই ডিজাইন করা হয়েছিল।
একটি বিস্তৃত নেকলাইন, ড্রপ শোল্ডার ছিল এই পোশাকের মধে। এছাড়াও, পোশাকটির বুকের কাছে বেশ সুন্দর সুতোর কাজ করা ছিল। যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছিল।
তিনি এই পোশাকটিকে একজোড়া হিল লং জগারের সঙ্গে পরেছিলেন।যার নীচের দিকে সাইড বোতাম প্লেকেট ছিল। জগারটির দু’দিকে দুটি সাইড পকেটও ছিল।
সানি তাঁর মাথার মাঝ বরাবর দু’দিকে চুলগুলোকে গোল করে টপ বানে বেঁধেছিলেন। তিনি তাঁর চোখের শেডের সঙ্গে মিলিয়ে লিপস্টিকের শেড পরেছিলেন। গোলাপী হাইলাইট করা গাল, চোখে কালো কাজল দিয়ে তিনি তাঁর মেকআপ সম্পূর্ণ করেছিলেন।
একজোড়া সাদা মোজা এবং একজোড়া বেইজ স্নিকার্সের সঙ্গে এই পোশাক পরেছিলেন সানি। সোফায় বসে পোজ দেওয়ার সময় তাঁর ছেলেকে ঘুরে বেড়াতে দেখা যায়।