Black Tea for Grey Hair: এক কাপ চায়ে চুল হবে কুচকুচে কালো, জানুন কীভাবে
TV9 Bangla Digital | Edited By: megha
Mar 28, 2023 | 5:54 PM
Natural Remedies for Grey Hair: পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া যদি কালো চুল ফিরে পেতে চান, তাহলে চা-র সাহায্য নিন। হেঁশেলে এক কাপ লিকার চা বানিয়ে নিন। এটা দিয়েই হবে চুলের পরিচর্চা।
1 / 8
চুলে যত বেশি রাসায়নিক পণ্য ব্যবহার করবেন, ক্ষতি হবে আপনারই। তিরিশেই দেখা দেবে পাকা চুল। আবার ওই পাকা চুলকে ঢাকতে সাহায্য নেবেন রঙের। কিন্তু এতে বারোটা বাজবে আপনারই।
2 / 8
যদিও কম বয়সে চুল সাদা হয়ে যাওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ দায়ী থাকতে পারে। তবে, কাঁচা-পাকা চুল এখন কারও পছন্দ নয়। তাই তো চুলে পাক ধরতে শুরু করলেই কলপ করে নেন অনেকেই।
3 / 8
বেশিরভাগ মানুষই পাকা চুল ধাকতে হেনার সাহায্য নেন। আবার কারও পছন্দ নিয়মিত রং করা। কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া যদি কালো চুল ফিরে পেতে চান, তাহলে চা-র সাহায্য নিন। হেঁশেলে এক কাপ লিকার চা বানিয়ে নিন। এটা দিয়েই হবে চুলের পরিচর্চা।
4 / 8
চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড রয়েছে, যা আপনার চুলকে কালো করতে সক্ষম। প্রথমে চা বানিয়ে নিন। চা ঠান্ডা করে নিন। তারপর সেই চা চুলে ভাল করে মাখিয়ে নিন। ৩০ মিনিট পর ঈষদুষ্ণ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।
5 / 8
সবচেয়ে ভাল হয় যদি আপনি লিকার চা দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলেন। তারপর ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। তারপর আবার লিকার চা চুল ঢালুন। মিনিট পনেরো পর চুল সাধারণ জল দিয়ে ধুয়ে ফেললেই আপনি পেয়ে যাবেন কুচকুচে কালো চুল।
6 / 8
চা তৈরির সময় জলে দু'টো রোজমেরির পাতা, অরিগ্যানো একসঙ্গে ফুটিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুলে লাগিয়ে ১-২ ঘণ্টা রেখে দিন। তারপর সাধারণ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। চায়ের এই টোটকা আপনাকে এনে দেবে কালো চুল।
7 / 8
চা তৈরি সময় তাতে কয়েকটা তুলসি পাতা ফেলে দিন। চা তৈরি হয়ে গেলে সেটা ঠান্ডা করুন এবং কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে দিন। পাকা চুল থেকে রেহাই পেতে আপনি এই টোটকা কাজে লাগাতে পারেন। এতে খুশকির সমস্যাও চলে যাবে।
8 / 8
এক কাপ লিকার চা বানিয়ে নিন। এতে ৩ চামচ কফির গুঁড়ো মিশিয়ে দিন। এবার মিশ্রণটি ৫ মিনিট ফুটে নিন। ঠান্ডা হলে এই চা-কফির মিশ্রণ চুলে ভাল করে লাগিয়ে নিন। এক ঘণ্টা পর জল দিয়ে ধুয়ে ফেললেই পেয়ে যাবেন পাকা চুল থেকে মুক্তি।