
সুপার-১২ এর প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে কাপ যাত্রা শুরু করে ইংল্যান্ড।

টুর্নামেন্টে ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচেও জয় পায়। বাংলাদেশকে ৮ উইকেটে হারায় বাটলাররা।

তৃতীয় ম্যাচে মর্গ্যানদের প্রতিপক্ষ ছিল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। যে ম্যাচকে মিনি অ্যাসেজ বলা হচ্ছিল। সেই ম্যাচেও ৮ উইকেটে জিতে নেয় মইন আলিরা।

জয়ের হ্যাটট্রিকের পর সুপার-১২ এর চতুর্থ ম্যাচে ২৬ রানে শ্রীলঙ্কাকে হারায় ইংল্যান্ড।

৪ ম্যাচ জিতে ভালো জায়গায় থাকা ইংল্যান্ড গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ রানে হেরে যায়।