
বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথে গেমসে (Commonwealth Games 2022) ভারোত্তোলন থেকে তো সোনা এসেছিল আগেই। এ বার এল প্যারা পাওয়ারলিফ্টিংয়ে সোনা। এই বিভাগে সোনা জিতেছেন ভারতের প্যারা পাওয়ারলিফ্টার সুধীর। একইসঙ্গে কমনওয়েলথ থেকে এই ইভেন্টে দেশকে প্রথম পদক এনে দিয়ে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন তিনি। (ছবি-পিটিআই)

ভারোত্তোলনের থেকে প্যারা পাওয়ারলিফ্টিংয়ের নিয়ম আলাদা। এখানে জেতা-হারাটা নির্ভর করে পয়েন্টের ওপর। তিন বার করে ওজন তোলার সুযোগ পান প্যারা পাওয়ারলিফ্টাররা। (ছবি-পিটিআই)

প্যারা পাওয়ারলিফ্টিংয়ে ওজন তোলা, প্যারা পাওয়ারলিফ্টারের ওজন এবং ওজন তোলার টেকনিক অনুসারে পয়েন্ট দেওয়া হয়। যার ফলে কোনও প্যারা পাওয়ারলিফ্টার নিজের শরীরের থেকে বেশি ওজন তুললে সেক্ষেত্রে তাঁর পয়েন্ট বেশি হয়। (ছবি-পিটিআই)

প্যারা পাওয়ারলিফ্টিংয়ে পুরুষদের হেভিওয়েট বিভাগে ৮৭.৩০ কেজির সুধীর প্রথম প্রচেষ্টায় তোলেন ২০৮ কেজি। দ্বিতীয় প্রচেষ্টায় তোলেন ২১২ কেজি। তৃতীয় বার সুধীর ২১৭ কেজি ওজন তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। (ছবি-পিটিআই)

তবে, দ্বিতীয় বারের প্রচেষ্টায় ২১২ কেজি ওজন তুলে নিয়ে সুধীর পান ১৩৪.৫ পয়েন্ট। যা কমনওয়েলথে গেমস রেকর্ড। একইসঙ্গে শীর্ষে থেকে সোনা জিতে নেন ভারতের ২৭ বছরের প্যারা অ্যাথলিট সুধীর। (ছবি-পিটিআই)