
ট্রেন্ট বোল্টরা সুপার-১২ এর প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে এ বারের টুর্নামেন্ট শুরু করেছিল।

বাবর আজমদের বিরুদ্ধে হারার পর, গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলির ভারতকে হারিয়ে জয়ে ফিরেছিল কিউয়িরা। ওই ম্যাচে ৮ উইকেটে ভারতকে হারান উইলিয়ামসনরা।

গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মার্টিন গাপ্টিলদের প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড। ১৬ রানে স্কটদের হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছিল নিউজিল্যান্ড।

কেন উইলিয়ামসনরা সুপার-১২ এর চতুর্থ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ৫২ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয়। এবং টানা তিন ম্যাচে জিতে জয়ের হ্যাটট্রিক হয়ে যায় উইলিয়ামসনদের।

৩ ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাওয়া কিউয়িরা গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ভারতের স্বপ্নভঙ্গ করে সেমিফাইনালে পৌঁছে যায়।