T20 World Cup 2021: কোন পথে সেমিফাইনালে বাবর আজমের পাকিস্তান, দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 11, 2021 | 9:59 AM

চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) দুরন্ত ফর্মে রয়েছে বাবর আজমের পাকিস্তান (Pakistan)। এই পাকিস্তান যেন অপ্রতিরোধ্য। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামবে পাকিস্তান। গ্রুপ পর্বের ৫টা ম্যাচের ৫টাতেই জিতেছে শাহিন শাহ আফ্রিদিরা। এ বারের বিশ্বকাপে যে ৪টা দল সেমিফাইনালে পৌঁছেছে তার মধ্যে পাকিস্তানই একমাত্র দল যারা ১০ পয়েন্ট নিয়ে সুপার-১২ (Super 12) পর্ব শেষ করেছে। ছবিতে দেখুন কীভাবে সেমিফাইনালে (Semi Final) উঠল বাবর আজমের পাকিস্তান...

1 / 5
 টুর্নামেন্টের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে হারিয়ে কাপ যাত্রা শুরু করেছিল পাকিস্তান। বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের ওপেনিং জুটিতে ১৫২ রানের টার্গেট পূরণ করে দেয়।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে হারিয়ে কাপ যাত্রা শুরু করেছিল পাকিস্তান। বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের ওপেনিং জুটিতে ১৫২ রানের টার্গেট পূরণ করে দেয়।

2 / 5
প্রথম ম্যাচে ভারতকে হারানোর পর সুপার-১২ এর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় শাহিন শাহ আফ্রিদিরা।

প্রথম ম্যাচে ভারতকে হারানোর পর সুপার-১২ এর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় শাহিন শাহ আফ্রিদিরা।

3 / 5
গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। সেই ম্যাচে মহম্মদ নবিদের ৫ উইকেটে হারায় বাবর আজমরা।

গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। সেই ম্যাচে মহম্মদ নবিদের ৫ উইকেটে হারায় বাবর আজমরা।

4 / 5
জয়ের হ্যাটট্রিক করা পাকিস্তাব চতুর্থ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে খেলে। সেই ম্যাচ ৪৫ রানে জিতে নেন শোয়েব মালিকরা।

জয়ের হ্যাটট্রিক করা পাকিস্তাব চতুর্থ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে খেলে। সেই ম্যাচ ৪৫ রানে জিতে নেন শোয়েব মালিকরা।

5 / 5
সুপার-১২ এর পঞ্চম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭২ রানের বড় ব্যবধানে জেতেন মহম্মদ রিজওয়ানরা।

সুপার-১২ এর পঞ্চম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭২ রানের বড় ব্যবধানে জেতেন মহম্মদ রিজওয়ানরা।

Next Photo Gallery