
টুর্নামেন্টের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে হারিয়ে কাপ যাত্রা শুরু করেছিল পাকিস্তান। বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের ওপেনিং জুটিতে ১৫২ রানের টার্গেট পূরণ করে দেয়।

প্রথম ম্যাচে ভারতকে হারানোর পর সুপার-১২ এর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় শাহিন শাহ আফ্রিদিরা।

গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। সেই ম্যাচে মহম্মদ নবিদের ৫ উইকেটে হারায় বাবর আজমরা।

জয়ের হ্যাটট্রিক করা পাকিস্তাব চতুর্থ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে খেলে। সেই ম্যাচ ৪৫ রানে জিতে নেন শোয়েব মালিকরা।

সুপার-১২ এর পঞ্চম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭২ রানের বড় ব্যবধানে জেতেন মহম্মদ রিজওয়ানরা।