Year Ender 2021: ছবিতে দেখুন একুশে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি রান করা ৯ ব্যাটার
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 30, 2021 | 11:00 AM
Top Runs Batsmen in Test Cricket in 2021: ক্রিকেটের দীর্ঘতম এবং বেশ জনপ্রিয় এক ফর্ম্যাট হল টেস্ট ক্রিকেট (Test Cricket)। যতই টি-২০ (T20) থাকুক না কেন, টি-১০ (T10) আসুক না কেন, টেস্ট রয়েছে নিজের মেজাজে। যেমন রাজা থাকে। ছোট ফরম্যাটের ক্রিকেট এলেও, টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তাতে এখনও ভাটা পড়েনি। এক নজরে দেখে নেওয়া যাক, একুশে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি রান করেছেন কোন ৯ ক্রিকেটার...
1 / 9
জো রুট - একুশের টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায়, শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক জো রুট (Joe Root)। চলতি বছরে ১৫টি ম্যাচে ২৯টি ইনিংসে, মোট ১৭০৮ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ রান - ২২৮।
2 / 9
লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার নতুন নেতা রোহিত শর্মা। Pics Courtesy: Twitter
3 / 9
দিমুথ করুণারত্নে - শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক দিমুথ করুণারত্নে (Dimuth Karunaratne) এই তালিকায় রয়েছেন তিন নম্বরে। চলতি বছরে তিনি ৭টি ম্যাচে ১৩টি ইনিংসে, মোট ৯০২ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৪টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ রান - ২৪৪।
4 / 9
ঋষভ পন্থ - ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) একুশে সব থেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায়, চার নম্বরে রয়েছেন। এ বছর ১২টি ম্যাচে ২১টি ইনিংস মিলিয়ে মোট ৭৪৮ রান করেছেন। যার মধ্যে রয়েছে ১টি সেঞ্চুরি এবং ৫টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ রান - ১০১।
5 / 9
চেতেশ্বর পূজারা - ভারতের সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), এই তালিকায় রয়েছেন পাঁচ নম্বরে। ২০২১ সালে ১৪টি টেস্টে ২৬ ইনিংস মিলিয়ে মোট ৭০২ রান করেছেন পূজারা। যার মধ্যে রয়েছে ৬টি হাফসেঞ্চুরি। এ বছর একটিও সেঞ্চুরি করতে পারেননি পূজারা। সর্বোচ্চ রান - ৯১।
6 / 9
আবিদ আলি - পাকিস্তানের ওপেনার আবিদ আলি (Abid Ali) এ বছর ৯টি ম্যাচে ১৫টি ইনিংস মিলিয়ে, ৬৯৫ রান করেছেন। যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি এবং দুটি হাফসেঞ্চুরি। আবিদের সর্বোচ্চ রান - ২১৫*।
7 / 9
ক্রেগ ব্রেথওয়েট - ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট (Kraigg Brathwaite) ২০২১ সালে, ১০টি ম্যাচে ২০টি ইনিংস মিলিয়ে ৬৭৫ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে ১টি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ রান - ১২৬।
8 / 9
লাহিরু থিরিমানে - শ্রীলঙ্কার লাহিরু থিরিমানে (Lahiru Thirimanne) চলতি বছরে, ৭টি ম্যাচে ১৩টি ইনিংসে, মোট ৬৫৯ রান করেছেন। যার মধ্যে রয়েছে ২টি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ রান - ১৪০।
9 / 9
কাইল মায়ার্স - ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স (Kyle Mayers) এ বছর, ১০টি ম্যাচে ২০টি ইনিংসে মোট ৬৩৬ রান করেছেন। যার মধ্যে রয়েছে ১টি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ রান - ২১০*।