Year Ender 2022: নতুন বছরে আইপিএলে দিদিগিরি’র অপেক্ষায় ক্রিকেট বিশ্ব
TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল
Dec 30, 2022 | 3:27 PM
একটি বছরের বিদায়, নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা। পুরনো বছরে যেমন পাওয়া, না পাওয়ার অনেক হিসেব থাকে তেমনই একরাশ প্রত্যাশা নিয়ে আমরা পা বাড়াই আগামী বছরের দিকে। ২০২৩ সালে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা কী? কেউ চান ভারতের হাতে উঠুক ২০২৩ ওডিআই বিশ্বকাপ, কারও আশা আরসিবির আইপিএল জয়। নতুন বছরে ভারতীয় ক্রিকেটে যোগ হতে চলেছে নতুন পালক। মেয়েদের ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার জন্য বিসিসিআইয়ের মাস্টারস্ট্রোক।
1 / 7
বিনোদন, টি-২০ ক্রিকেটের রোমাঞ্চ তো রয়েছেই। এটা মানতেই হবে যে ভারতীয় ক্রিকেটের আকাশছোঁয়া জনপ্রিয়তার পিছনে আইপিএলের অনবদ্য ভূমিকা রয়েছে। ১৬ বছর আগে শুরু ইন্ডিয়ান প্রিমিয়র লিগে খেলার জন্য মুখিয়ে থাকেন তাবড় তাবড় ক্রিকেটার থেকে ক্রিকেট জগতের নয়া মুখগুলি। ক্রিকেটে আরও এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তা হল মেয়েদের আইপিএল। সব ঠিক থাকলে নতুন বছরের শুরুর দিকে ভারতের মাটিতে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে শুরু হবে 'দিদিগিরি'।(ছবি:টুইটার)
2 / 7
২০১৮ সাল থেকে বিসিসিআই মেয়েদের টি-২০ চ্যালেঞ্জ আয়োজন করে চলেছে। প্রথমে দুই দল ও বর্তমানে এই টুর্নামেন্টে অংশ নেয় তিনটি দল। ভারতের বাইরে থেকেও একাধিক প্লেয়ার এই টুর্নামেন্টে অংশ নেয়। পুরোদমে মেয়েদের আইপিএল শুরু করার আগে পরীক্ষা নিরীক্ষার অংশ ছিল টি-২০ চ্যালেঞ্জ। (ছবি:টুইটার)
3 / 7
সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি থাকাকালীন বহুবার মেয়েদের আইপিএল নিয়ে ইতিবাচক বার্তা শুনিয়েছিলেন। ২০২২ সালের আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে ছয় দলের মেয়েদের আইপিএল আয়োজনের প্রস্তাব পাস হয়ে যায়। বিসিসিআই ইতিমধ্যেই মিডিয়া রাইটস বিক্রির বিজ্ঞপ্তি দিয়েছে। (ছবি:টুইটার)
4 / 7
পুরুষদের আইপিএল শুরু হওয়ার কথা এপ্রিল মাসে। শোনা যাচ্ছে তার আগেই হবে মেয়েদের আইপিএল। বিসিসিআই আনুষ্ঠানিকভাবে না জানালেও সূত্রের খবর, ২০২৩ সালের মার্চে মেয়েদের আইপিএলের উদ্বোধন হতে চলেছে। (ছবি:টুইটার
5 / 7
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের ছড়াছড়ি। ভিড়ের মাঝেও স্বতন্ত্র ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। জনপ্রিয়তার বাকিদের দশ গোল দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক তেমনই অন্যান্য দেশে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ থাকলেও মহিলাদের আইপিএল নিয়ে দেশ-বিদেশের ক্রিকেটারদের উন্মাদনা তুঙ্গে। অস্ট্রেলিয়ার ক্রিকেটার এলিসা পেরির কথাই ধরা যাক।(ছবি:টুইটার)
6 / 7
এলিসা বলছেন, "আমরা অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশ লিগ দেখেছি। ইংল্যান্ডে হান্ড্রেড দেখেছি। এরপরের স্টপ হল মেয়েদের আইপিএল। ক্রিকেটের আধ্যাত্মিক আঁতুড়ঘর। আইপিএলে খেলার জন্য মুখিয়ে রয়েছি।"(ছবি:টুইটার)
7 / 7
হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানা, এলিসা পেরিদের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে মজবে ক্রিকেটপ্রেমীরা? দলে দলে লোক স্টেডিয়াম মুখো হবে, ভিড়ে ঠাসা থাকবে গ্যালারি। মেয়েরাও পরিচিত হবে ঘরে ঘরে। মেয়েদের ক্রিকেটকে আরও একধাপ এগিয়ে দেওয়ার বিসিসিআইয়ের এই উদ্যোগের সাফল্য কামনায় ক্রিকেট বিশ্ব।(ছবি:টুইটার)