
বিজয়পুর: রাজস্থানের গ্রামগুলির মধ্যে সবচেয়ে সুন্দর হল বিজয়পুর। এটি রাজস্থানের একটি অফবিটও বটে। চিত্তগড় জেলায় অবস্থিত এই গ্রামের সৌন্দর্যকে শব্দে বর্ণনা করা কঠিন।

চান্দেলাও: ছবির মত সুন্দর গ্রাম এই চান্দেলাও। এটি যোধপুরে অবস্থিত এই গ্রামের মানুষ এখনও বয়ে চলেছে রাজস্থানের সংস্কৃতি ও ঐতিহ্য। এই গ্রামে দু হাজার মানুষের বাস।

রনকপুর: পর্যটনদের কাছে অন্যতম জনপ্রিয় পালির এই গ্রাম রনকপুর। এখানের একাধিক জৈন মন্দিরের জন্য এই গ্রাম আরও জনপ্রিয়। তবে এই গ্রামের মূল আকর্ষণ হল চৌমুখ মন্দির।

মান্ডয়া: সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ রাজসথানের এই গ্রাম। যদি ময়ূরের দেখা পেতে চান তাহলে ঘুরে আসুন শেখাবতী অঞ্চলে অবস্থিত এই গ্রাম থেকে।

খুরি: রাজস্থানের যদি কোনও প্রত্যন্ত গ্রামের সৌন্দর্যের কথা আলোচনা করা হয় তাহলে জয়সালমীরের খুরিই হল সেই গ্রাম। এখানে উট পোলো এবং উটের দৌড়ের মত উৎসব অনুষ্ঠিত হয়।

বিষনয়: সবচেয়ে পর্যটকদের আনাগোনা রয়েছে যোধপুরের এই গ্রামে। ভারতের জনপ্রিয় ব্লক প্রিন্ট এখানেই তৈরি হয়।