Travel: সংস্কৃতি ও ঐতিহ্যের রঙ মিশে আছে রাজস্থানের এই গ্রামগুলিতে!
সারা বছর এই রাজ্যে ভিড় লেগে থাকে পর্যটনদের। শুধু দেশ নয়, বিদেশের মানুষেরাও আসেন এই রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যের সাক্ষী হতে। আর এই দুটির মেলবন্ধনে এবং রঙের ছোঁয়ায় রাজস্থানের এই গ্রামগুলি হয়ে উঠেছে এক একটি পর্যটন কেন্দ্র। সুতরাং ঘুরে আসতে পারেন রাজস্থানের এই রঙিন গ্রামগুলি থেকে।