TV9 Bangla Digital | Edited By: megha
May 23, 2022 | 10:42 AM
গিজা পিরামিড- প্রায় ৪৫০০ বছর পুরনো গিজা পিরামিড মহাকাশ থেকেও দেখা যায়। প্রাচীন মিশরীয়রা এটি তৈরি করেছিল। ২০০১ সালে নাসার মহাকাশচারীরা প্রথমবার মহাকাশ থেকে এর ছবি তুলেছিলেন।
হিমালয়- শারীরিক ভাবে সক্ষম ও অদ্যম মানসিক জোর থাকলেই তবেই হিমালয়ের শীর্ষ থেকে হিমালয়ের পরিসর দেখার সুযোগ মেলে। তবে এই সুযোগ মেলে মহাকাশ থেকেও।
গ্র্যান্ড ক্যানিয়ন- আমেরিকার অ্যারিজোনা প্রদেশে অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাতটি প্রায় ৪৫০ কিলোমিটার দীর্ঘ। কলোরাডো নদীর এই গিরিখাতও মহাকাশ থেকে দেখা যায়।
আমাজন- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী অ্যামাজনও মহাকাশ থেকে দেখা যায়। দক্ষিণ আমেরিকার নয়টি দেশের মধ্যে ৬৪০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত আমাজন।
গ্রেট ব্যারিয়ার রিফ- পৃথিবীর প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে একটি হল অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। এই প্রবাল প্রাচীর ২৬০০ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এবং ২৫০০টি পৃথক প্রাচীর ও ৯০০টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। এটিও মহাকাশ থেকে দেখা যায়।
পাম আইল্যান্ড- দুবাইয়ে মানুষের তৈরি পাম আইল্যান্ড আরব আমিরশাহির উপকূলে অবস্থিত। এই কৃত্রিম দ্বীপ মহাকাশ থেকে দেখা যায়।
আঙ্কোরভাট- পশ্চিম কম্বোডিয়ায় অবস্থিত দ্বাদশ শতকে তৈরি আঙ্কোরভাট কম্বোডিয়ায় অবস্থিত। হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিলনস্থল এই মন্দিরটিও মহাকাশ থেকে দেখা যায়।