RSWS 2022: সচিনের ব্যাটে মুক্তো ঝরল, ভারত জিতল বড় ব্যবধানে

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 23, 2022 | 8:30 AM

Sachin Tendulkar: রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নস্টালজিয়া। সচিনের ব্যাটে মুক্তো ঝরল। দেহরাদুনে বৃষ্টিতে কিছুক্ষণের জন্য হতাশা। বৃষ্টি কমতেই ম্যাচ শুরু হল। অনেকটা দেরিতে। ১৫ ওভারের ম্যাচ হল। ইংল্যান্ডের বিরুদ্ধে জিতল ইন্ডিয়া লেজেন্ডস।

1 / 5
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড লেজেন্ডস। সম্ভবত বৃষ্টিভেজা আবহাওয়ার সুবিধা নিতে চেয়েছিল ইংল্যান্ড। (ছবি : টুইটার)

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড লেজেন্ডস। সম্ভবত বৃষ্টিভেজা আবহাওয়ার সুবিধা নিতে চেয়েছিল ইংল্যান্ড। (ছবি : টুইটার)

2 / 5
লিটল মাস্টার সচিন তেন্ডুলকরের সামনে ইংল্যান্ডের সব পরিকল্পনা ভেস্তে যায়। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে সচিন। ঠিক যেন পুরনো সেই দিনের কথা...। (ছবি : টুইটার)

লিটল মাস্টার সচিন তেন্ডুলকরের সামনে ইংল্যান্ডের সব পরিকল্পনা ভেস্তে যায়। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে সচিন। ঠিক যেন পুরনো সেই দিনের কথা...। (ছবি : টুইটার)

3 / 5
পুরুষদের ক্রিকেটে প্রথম দ্বি-শতরানকারী সচিন ইংল্যান্ড লেজেন্ডসের বিরুদ্ধে ২০০ স্ট্রাইকরেটে ব্যাট করেন। ৩টি করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মারেন। মাত্র ২০ বলে ৪০ রান করেন সচিন। স্লগ ওভারে ঝড় তোলেন ইউসুফ পাঠান, যুবরাজ সিং, স্টুয়ার্ট বিনিও। যুবি ১৫ বলে ৩১ রান করেন। (ছবি : টুইটার)

পুরুষদের ক্রিকেটে প্রথম দ্বি-শতরানকারী সচিন ইংল্যান্ড লেজেন্ডসের বিরুদ্ধে ২০০ স্ট্রাইকরেটে ব্যাট করেন। ৩টি করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মারেন। মাত্র ২০ বলে ৪০ রান করেন সচিন। স্লগ ওভারে ঝড় তোলেন ইউসুফ পাঠান, যুবরাজ সিং, স্টুয়ার্ট বিনিও। যুবি ১৫ বলে ৩১ রান করেন। (ছবি : টুইটার)

4 / 5
নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেটে ১৭০ রানের বিশাল স্কোর ইন্ডিয়া লেজেন্ডসের। ইংল্যান্ড লেজেন্ডের স্টিফেন পেরি ৩ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। (ছবি : টুইটার)

নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেটে ১৭০ রানের বিশাল স্কোর ইন্ডিয়া লেজেন্ডসের। ইংল্যান্ড লেজেন্ডের স্টিফেন পেরি ৩ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। (ছবি : টুইটার)

5 / 5
ইংল্যান্ড লেজেন্ডস ১৫ ওভারে ৬ উইকেটে মাত্র ১৩০ রান করে। ইন্ডিয়া লেজেন্ডসের হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল রাজেশ পওয়ার। ৩ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নেন। (ছবি : টুইটার)

ইংল্যান্ড লেজেন্ডস ১৫ ওভারে ৬ উইকেটে মাত্র ১৩০ রান করে। ইন্ডিয়া লেজেন্ডসের হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল রাজেশ পওয়ার। ৩ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নেন। (ছবি : টুইটার)

Next Photo Gallery