
বাংলাদেশ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে লোকেশ রাহুলের ব্যাটে এসেছে পরপর অর্ধশতরান। সেমিফাইনালের লড়াইয়েও সমর্থকদের ভরসা দিতে চান রাহুল।(ছবি:টুইটার)

ওপেনিং স্লট টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ। বিশেষ করে রোহিত শর্মার ফর্ম। হিটম্যান কি সেমিফাইনালে নামের প্রতি সুবিচার করতে পারবেন?(ছবি:টুইটার)

মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে মিব়্যাকুলাস চেজ দিয়ে শুরু। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট ব্যাটে চলছে স্বপ্নের দৌড়। অ্যাডিলেডের সঙ্গে কোহলির 'সুসম্পর্ক'-এর কথা মাথায় রেখে আরও একটি মাস্টার ক্লাস ইনিংসের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।(ছবি:টুইটার)

মিডল অর্ডারে ভারতীয় দলের বড় ভরসার নাম সূর্যকুমার যাদব। সেমিতেও দেখা যাবে বিরাট-সূর্য জুটির ম্যাজিক?(ছবি:টুইটার)

ভারতীয় দলের ভয়ডরহীন অলরাউন্ডার। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর থেকে চেনা হার্দিক অনেকটা উধাও। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে চেনা হার্দিককে দেখার অপেক্ষায় সমর্থকরা।(ছবি:টুইটার)

দীনেশ কার্তিক নাকি ঋষভ পন্থ? গোটা টুর্নামেন্ট জুড়ে এই প্রশ্নে জর্জরিত রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কার্তিকের অভিজ্ঞতা অগ্রাধিকার পেলেও শেষ ম্যাচে সুযোগ পান পন্থ। তরুণ উইকেটকিপার-ব্যাটারকে রেখেই কি সেমির একাদশ সাজাবেন রোহিত? (ছবি:টুইটার)

অক্ষর প্যাটেলের উপর কতটা ভরসা রয়েছে তা অনেকবার শোনা গিয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মার গলায়। পেসারদের রমরমার মধ্যেও চারটি ম্যাচে তিনটি উইকেট পকেটে পুরেছেন।(ছবি:টুইটার)

পেস ব্রিগেডে রোহিত শর্মার অন্যতম ভরসার নাম ভুবনেশ্বর কুমার। অ্যাডিলেডে থাকছেন ভুবি।(ছবি:টুইটার)

জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে দুটি উইকেট নিয়েছিলেন মহম্মদ সামি। ৫ ম্যাচে ৬টি উইকেট। অ্যাডিলেডে ভারতের একাদশে থাকছেন সামি।(ছবি:টুইটার)

৫ ম্যাচে ১০ উইকেট। টুর্নামেন্টের সেরা উইকেটশিকারিদের তালিকায় থাকা অর্শদীপ সিংয়ের ম্যাজিকের দেখা মিলবে অ্যাডিলেডেও। (ছবি:টুইটার)

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ উইনিং রান, বাংলাদেশের বিরুদ্ধে ক্যামিও হোক বা বল হাতে প্রয়োজনের সময়ে ভারতের ত্রাতা অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন।(ছবি:টুইটার)