দুবাই: রবিবার নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ম্যাচ ভারতের (India)। কোহলিদের ডু অর ডাই ম্যাচ। বিশ্বকাপে (T20 World Cup) প্রথম জয়ের খোঁজে রোহিতরা। পাকিস্তান ম্যাচ ভুলে নতুন উদ্যমে ঝাঁপাচ্ছেন রাহুলরা। নিউজিল্যান্ড ম্যাচের আগে মজার অনুশীলন সামি-বুমরাদের। অভিনব ফিল্ডিং অনুশীলন টিম ইন্ডিয়ার।