Legends League Cricket: কিংবদন্তিদের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইন্ডিয়া ক্যাপিটালস

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Oct 07, 2022 | 1:28 PM

২০২২ লেজেন্ডস লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন ইন্ডিয়া ক্যাপিটালস। টু্র্নামেন্টের ফাইনাল ছিল বুধবার। প্রতিপক্ষ ভিলওয়ারা কিংসকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এলএলসি-র দ্বিতীয় সংস্করণের খেতাব জিতে নিল ইন্ডিয়া ক্যাপিটালস। ফাইনালে রস টেলর সবচেয়ে বেশি ৮২ রান করেন। বোলাররাও দারুণ পারফরম্যান্স দিয়েছেন।

1 / 5
২০২২ লেজেন্ডস লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন ইন্ডিয়া ক্যাপিটালস। টু্র্নামেন্টের ফাইনাল ছিল বুধবার। প্রতিপক্ষ ভিলওয়ারা কিংসকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এলএলসি-র দ্বিতীয় সংস্করণের খেতাব জিতে নিল ইন্ডিয়া ক্যাপিটালস। ফাইনালে রস টেলর সবচেয়ে বেশি ৮২ রান করেন। বোলাররাও দারুণ পারফরম্যান্স দিয়েছেন। (ছবি:টুইটার)

২০২২ লেজেন্ডস লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন ইন্ডিয়া ক্যাপিটালস। টু্র্নামেন্টের ফাইনাল ছিল বুধবার। প্রতিপক্ষ ভিলওয়ারা কিংসকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এলএলসি-র দ্বিতীয় সংস্করণের খেতাব জিতে নিল ইন্ডিয়া ক্যাপিটালস। ফাইনালে রস টেলর সবচেয়ে বেশি ৮২ রান করেন। বোলাররাও দারুণ পারফরম্যান্স দিয়েছেন। (ছবি:টুইটার)

2 / 5
টেলর এবং মিচেল জনসনের মধ্যে শতরানের পার্টনারশিপ হয়েছে। অ্যাশলে নার্সের (অপরাজিত ৪২) ঝোড়ো ইনিংসের দৌলতে ইন্ডিয়া ক্যাপিটালস সাত উইকেট হারিয়ে ২১১ রানের বড় ইনিংস খাড়া করে।(ছবি:টুইটার)

টেলর এবং মিচেল জনসনের মধ্যে শতরানের পার্টনারশিপ হয়েছে। অ্যাশলে নার্সের (অপরাজিত ৪২) ঝোড়ো ইনিংসের দৌলতে ইন্ডিয়া ক্যাপিটালস সাত উইকেট হারিয়ে ২১১ রানের বড় ইনিংস খাড়া করে।(ছবি:টুইটার)

3 / 5
বিশাল ব্যবধান তাড়া করতে নেমে স্বস্তিতে ছিলেন না ভিলওয়ারা কিংসের ব্যাটাররা। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইরফান পাঠানের নেতৃত্বাধীন দল। কিংসদের ইনিংস ১৮.২ ওভারে ১০৭ রানে শেষ হয়ে যায়। (ছবি:টুইটার)

বিশাল ব্যবধান তাড়া করতে নেমে স্বস্তিতে ছিলেন না ভিলওয়ারা কিংসের ব্যাটাররা। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইরফান পাঠানের নেতৃত্বাধীন দল। কিংসদের ইনিংস ১৮.২ ওভারে ১০৭ রানে শেষ হয়ে যায়। (ছবি:টুইটার)

4 / 5
তার আগে টস হেরে ইন্ডিয়া ক্যাপিটালস প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ২১ রানে চারটি উইকেট হারিয়ে ফেলে তারা। রাহুল শর্মা, মন্টি পানেসরদের দাপটে নড়বড়ে দেখাচ্ছিল ইন্ডিয়া ক্যাপিটালসকে। তবে রস টেলর, জনসন এবং নার্স দলের জন্য বড় স্কোর খাড়া করেন।(ছবি:টুইটার)

তার আগে টস হেরে ইন্ডিয়া ক্যাপিটালস প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ২১ রানে চারটি উইকেট হারিয়ে ফেলে তারা। রাহুল শর্মা, মন্টি পানেসরদের দাপটে নড়বড়ে দেখাচ্ছিল ইন্ডিয়া ক্যাপিটালসকে। তবে রস টেলর, জনসন এবং নার্স দলের জন্য বড় স্কোর খাড়া করেন।(ছবি:টুইটার)

5 / 5
পুরস্কার স্বরূপ চ্যাম্পিয়ন টিম পেয়েছে ২ কোটি টাকা। রানার্স টিমের ঝুলিতে গিয়েছে ১.৫ কোটি টাকা। (ছবি:টুইটার)

পুরস্কার স্বরূপ চ্যাম্পিয়ন টিম পেয়েছে ২ কোটি টাকা। রানার্স টিমের ঝুলিতে গিয়েছে ১.৫ কোটি টাকা। (ছবি:টুইটার)

Next Photo Gallery
Rahkeem Cornwall: আটলান্টা ওপেনে ডাবল সেঞ্চুরির রেকর্ড রকিম কর্নওয়ালের
Virat Kohli: ভাত-ডালের সঙ্গে আইসক্রিম মেখে খায়! বাংলার ক্রিকেটারের অদ্ভুত অভ্যেস ফাঁস কোহলির