Veda Krishnamurthy-Arjun Hoysala: কর্নাটকের রঞ্জি প্লেয়ারের সঙ্গে নতুন ইনিংস গড়ার পথে বেদা কৃষ্ণমূর্তি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 12, 2022 | 12:38 PM

ভারতের মহিলা দলের ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তিকে বিয়ের প্রস্তাব দিলেন কর্নাটকের রঞ্জি দলের প্লেয়ার অর্জুন হোয়েসালা। দুই ক্রিকেটারই নিজেদের ইন্সটাগ্রামে তাঁদের এনগেজমেন্ট হওয়ার খুশির খবর সকলকে জানিয়েছেন। অর্জুনের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে সবুজে ঘেরা পাহাড়ের কোলে, হাঁটু মুড়ে বেদার সামনে বসে রয়েছেন তিনি। তাঁর হাতে রয়েছে আংটি। ছবির ক্যাপশনে অর্জুন লিখেছেন, "এবং ও হ্যাঁ বলেছে।"

1 / 5
ভারতের মহিলা দলের ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তিকে বিয়ের প্রস্তাব দিলেন কর্নাটকের রঞ্জি দলের প্লেয়ার অর্জুন হোয়েসালা। দুই ক্রিকেটারই নিজেদের ইন্সটাগ্রামে তাঁদের এনগেজমেন্ট হওয়ার খুশির খবর সকলকে জানিয়েছেন। অর্জুনের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে সবুজে ঘেরা পাহাড়ের কোলে, হাঁটু মুড়ে বেদার সামনে বসে রয়েছেন তিনি। তাঁর হাতে রয়েছে আংটি। ছবির ক্যাপশনে অর্জুন লিখেছেন, "এবং ও হ্যাঁ বলেছে।" (ছবি-অর্জুন হোয়েসালা ইন্সটাগ্রাম)

ভারতের মহিলা দলের ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তিকে বিয়ের প্রস্তাব দিলেন কর্নাটকের রঞ্জি দলের প্লেয়ার অর্জুন হোয়েসালা। দুই ক্রিকেটারই নিজেদের ইন্সটাগ্রামে তাঁদের এনগেজমেন্ট হওয়ার খুশির খবর সকলকে জানিয়েছেন। অর্জুনের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে সবুজে ঘেরা পাহাড়ের কোলে, হাঁটু মুড়ে বেদার সামনে বসে রয়েছেন তিনি। তাঁর হাতে রয়েছে আংটি। ছবির ক্যাপশনে অর্জুন লিখেছেন, "এবং ও হ্যাঁ বলেছে।" (ছবি-অর্জুন হোয়েসালা ইন্সটাগ্রাম)

2 / 5
অর্জুন হোয়েসালা একজন বাঁ-হাতি ওপেনার। ২০১৬ সালে কর্নাটকের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল। কর্নাটক প্রিমিয়ার লিগসহ রাজ্যের অন্যান্য টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনি খেলেন। ২০১৯ সালে অর্জুন শিবামোগা লায়ন্সের হয়ে কর্নাটক প্রিমিয়র লিগেও খেলেছেন। (ছবি-অর্জুন হোয়েসালা ইন্সটাগ্রাম)

অর্জুন হোয়েসালা একজন বাঁ-হাতি ওপেনার। ২০১৬ সালে কর্নাটকের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল। কর্নাটক প্রিমিয়ার লিগসহ রাজ্যের অন্যান্য টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনি খেলেন। ২০১৯ সালে অর্জুন শিবামোগা লায়ন্সের হয়ে কর্নাটক প্রিমিয়র লিগেও খেলেছেন। (ছবি-অর্জুন হোয়েসালা ইন্সটাগ্রাম)

3 / 5
বেদা ভারতীয় মহিলা দলে মূলত মিডল অর্ডারে ব্যাটিং করতেন। পাশাপাশি স্পিন বোলিং করতে দেখা যেত বেদাকে। এবং পুরুষদের ক্রিকেট দলে রবীন্দ্র জাডেজা যেমন ফিল্ডিংয়ে পারদর্শী, বেদাকেও দায়িত্ব সহকারে ম্যাচে দারুণ ফিল্ডিং করতে দেখা যেত। বর্তমানে তিনি আর ভারতীয় মহিলা দলে খেলার সুযোগ পান না। বরং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে তিনি বিভিন্ন শো-তে উপস্থিত থাকেন। (ছবি-অর্জুন হোয়েসালা ইন্সটাগ্রাম)

বেদা ভারতীয় মহিলা দলে মূলত মিডল অর্ডারে ব্যাটিং করতেন। পাশাপাশি স্পিন বোলিং করতে দেখা যেত বেদাকে। এবং পুরুষদের ক্রিকেট দলে রবীন্দ্র জাডেজা যেমন ফিল্ডিংয়ে পারদর্শী, বেদাকেও দায়িত্ব সহকারে ম্যাচে দারুণ ফিল্ডিং করতে দেখা যেত। বর্তমানে তিনি আর ভারতীয় মহিলা দলে খেলার সুযোগ পান না। বরং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে তিনি বিভিন্ন শো-তে উপস্থিত থাকেন। (ছবি-অর্জুন হোয়েসালা ইন্সটাগ্রাম)

4 / 5
বেদা শুধু ক্রিকেটেই পারদর্শী নন। মার্শাল আর্ট, ক্যারাটেও সমান দক্ষ তিনি। এমনকি ক্যারাটেতে ব্ল্যাক বেল্টও পেয়েছেন বেদা। উল্লেখ্য, ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক বেদা কৃষ্ণমূর্তির। ভারতের হয়ে তিনি ৪৮টি ওয়ান ডে ম্যাচে এবং ৭৬টি টি-২০ ম্যাচে খেলেছেন। (ছবি-অর্জুন হোয়েসালা ইন্সটাগ্রাম)

বেদা শুধু ক্রিকেটেই পারদর্শী নন। মার্শাল আর্ট, ক্যারাটেও সমান দক্ষ তিনি। এমনকি ক্যারাটেতে ব্ল্যাক বেল্টও পেয়েছেন বেদা। উল্লেখ্য, ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক বেদা কৃষ্ণমূর্তির। ভারতের হয়ে তিনি ৪৮টি ওয়ান ডে ম্যাচে এবং ৭৬টি টি-২০ ম্যাচে খেলেছেন। (ছবি-অর্জুন হোয়েসালা ইন্সটাগ্রাম)

5 / 5
২০২১ সালটা বেদার জন্য মোটেও ভালো কাটেনি। ২ সপ্তাহের ব্যবধানে গত বছর বেদা তাঁর মা ও দিদিকে হারিয়েছেন। করোনা বেদার দুই প্রিয়জনের প্রাণ কেড়ে নিয়েছিল। সেইসময় এক্কেবারে ভেঙে পড়েছিলেন তিনি। ধীরে ধীরে সেই শোক কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন বেদা। এ বার নতুন করে অর্জুনের সঙ্গে তাঁর জীবন শুরু করার পালা। (ছবি-অর্জুন হোয়েসালা ও বেদা কৃষ্ণমূর্তি ইন্সটাগ্রাম)

২০২১ সালটা বেদার জন্য মোটেও ভালো কাটেনি। ২ সপ্তাহের ব্যবধানে গত বছর বেদা তাঁর মা ও দিদিকে হারিয়েছেন। করোনা বেদার দুই প্রিয়জনের প্রাণ কেড়ে নিয়েছিল। সেইসময় এক্কেবারে ভেঙে পড়েছিলেন তিনি। ধীরে ধীরে সেই শোক কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন বেদা। এ বার নতুন করে অর্জুনের সঙ্গে তাঁর জীবন শুরু করার পালা। (ছবি-অর্জুন হোয়েসালা ও বেদা কৃষ্ণমূর্তি ইন্সটাগ্রাম)

Next Photo Gallery