T20 World Cup: টি-২০ বিশ্বকাপে ভারতীয়দের বিপদের ফেলতে প্রস্তুত যাঁরা
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Sep 21, 2022 | 7:30 AM
টি-২০ বিশ্বকাপের ফেভারিট দল হিসেবে অস্ট্রেলিয়ার বিমান ধরবে মেন ইন ব্লু। ভারতীয়দের বিশ্বকাপ জয়ের সামনে বড় বাধা হতে পারে ক্রিকেট বিশ্বের কয়েকটি বড় নাম। ভারতীয়দের স্বপ্নে বাধা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যাঁরা।
1 / 5
তালিকার প্রথমেই আসেন পাকিস্তানের জোরে বোলার শাহিন আফ্রিদি। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে ভারতের ত্রাস হয়ে দেখা দিয়েছিলেন। বর্তমানে হাঁটুর চোট তাঁকে কাবু করলেও বিশ্বকাপ শুরুর হওয়ার আগে ফিট হয়ে যাবেন বলেই আশা। আরও একবার আইসিসি টুর্নামেন্টে ভারতীয় ব্যাটারদের মনে আতঙ্ক ধরাতে তৈরি শাহিন। (ছবি:টুইটার)
2 / 5
২০২১ সালের বিশ্বকাপে ওয়ার্নার ব্যাট হইচই ফেলে দিয়েছিল। সীমিত ওভারে দারুণ ফর্মে রয়েছেন। ওয়ার্নারের ব্যাট ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নেয়। ভারত সফরে বিশ্রাম দেওয়া হয়েছে। যাতে বিশ্বকাপে তরতাজা ওয়ার্নার বিপক্ষের বোলারদের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারেন।(ছবি:টুইটার)
3 / 5
আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান ভারতীয় ব্যাটারদের কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত। বেশ কিছু সময় ধরে রশিদের স্পিনাস্ত্রের প্রভাব তেমন প্রভাব দেখা না দিলেও নিজের রহস্যময় বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। রশিদের বিরুদ্ধে ভারতীয়দের সাবধান থাকতেই হবে।(ছবি:টুইটার)
4 / 5
ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। টি-২০ ফরম্যাটে অন্যতম বিধ্বংসী ব্যাটার। আইপিএলে খেলার সুবাদে ভারতীয় বোলারদের মোকাবিলা করার অভিজ্ঞতা রয়েছে। অস্ট্রেলিয়ার ব্যাটিং সহায়ক পিচ বাটলারের কাছে স্বর্গ। বাটলারকে দ্রুত প্যাভিলিয়নে ফেরানোর কৌশল তৈরি করতে হবে ভারতীয়দের।(ছবি:টুইটার)
5 / 5
দক্ষিণ আফ্রিকা দলের ছুপা রুস্তম কাগিসো রাবাদা। গতি এবং সঠিক লাইন লেন্থে বল করার জন্য জনপ্রিয়। সদ্য অস্ট্রেলিয়া সফরে রাবাদার পারফরম্যান্স ছিল অনবদ্য। ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে আলাদা রণনীতি নিয়ে মাঠে নামবেন প্রোটিয়া বোলার।(ছবি:টুইটার)