Incredible India: ভারতীয় পাসপোর্ট ছাড়াই যেতে পারবেন সুন্দর এই ৬ দেশে! দেখুন ছবিতে
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Jan 15, 2022 | 6:34 PM
২০২২ সালের জন্য বিশ্বের শক্তিশালী পাসপোর্ট ক্ষমতায় ভারতের স্থান কোথায় জানেন? আগের বছরে ৯০তম স্থানে অবস্থান করলেও , এ বছর ভারতের স্থান সাত ধাপ আগে, ৮৩ তম স্থানে জায়গা করে নিয়েছে।
1 / 9
যার ফলে ভারতের সকল পাসপোর্ট হোল্ডাররা এখন ৬০টি দেশে ভিসা বিনামূল্য বা ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। এর আগে ভিসা ছা়ড়া মাত্র ৫৪টি দেশে প্রবেশ করতে পারত। ২০২২ সালে সেই দেশের সংখ্যা ৬০ছুঁয়েছে।
2 / 9
ভারতীয় পাসপোর্টের মাধ্যমে কোন কোন দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন, সেই সব জায়গার নামগুলি জেনে নিন....
3 / 9
ওমান- প্রাচীন মধ্যপ্রাচ্যের এই দেশটিতে রয়েছে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য। এই দেশে বিদেশি পর্যটকদের পাশাপাশি ইতিহাসবিদরাও ভ্রমণের জন্য আসেন। মাসকাট (ওমানের রাজধানী শহর), ওয়াহিবা স্যান্ড (বেদু উপজাতির বাড়ি, যাযাবর আরবদের একটি জাতিগত গোষ্ঠী), রাস আল জিঞ্জ (একটি কচ্ছপের সংরক্ষণাগার), নিজওয়া (পুরাতন শহর) এবং মুসান্ডাম ফজর্ডস (মুসান্দাম উপদ্বীপ)- ওমানে দেখার প্রধান গন্তব্য।
4 / 9
থাইল্যান্ড- এশিয়া ও বিশ্বের সবচেয়ে ঘন ঘন সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার গন্তব্যগুলির মধ্যে থাইল্যান্ড হল অন্যতম। অসাধারণ দক্ষিণ -পূর্ব এশিয়ার এই দেশটির সংস্কৃতি, তসমুদ্র সৈকত, ধানের সবুজ ক্ষেত আপনাকে মুগ্ধ করবে। প্রতি বছর হাজার হাজার ভারতীয়রা ভ্রমণের জন্য থাইল্যান্ড ভ্রমণে যান।
5 / 9
শ্রীলঙ্কা- প্রতিবেশী এই দেশে রয়েছে বিষ্ময়কর ও প্রাণ জুড়ানো সমুদ্র সৈকত, প্রাচীন মন্দির, চা বাগান, প্রকৃতি। শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক প্রাচীন যুগ থেকে। নাইন আর্চ ব্রিজ, মিহিনতালে, উনাওয়াতুনা, গাল বিহারায় এবং ডাম্বুলা গুহা মন্দির হল শ্রীলঙ্কার দর্শনীয় স্থান।
6 / 9
সেশেলস- ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত পূর্ব আফ্রিকান একটি দেশ। সেশেলস হল ভারত মহাসাগরের ১১৫টি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ। এই দ্বীপের দেশটিতে কিছু অবিশ্বাস্য সমুদ্র সৈকত, সুন্দর প্রবাল প্রাচীর এবং প্রকৃতির খেলা বিরাজ করে। বিরল দৈত্যাকার আলদাবরা কাছিমও এখানে পাওয়া যায়।
7 / 9
মরিশাস- ভারত মহাসাগরের বিস্তৃত নীল জলে ভাসমান মরিশাস একটি আদর্শ বিকল্প গন্তব্যস্থল। সুন্দর ক্যাসেলা বার্ড পার্ক, ইলে অক্স সার্ফস এবং প্যাম্পেলমাউসেস পার্ক, তামারিন বে, পোর্ট লুইস এবং লা ভ্যানিল ক্রোকোডাইল পার্ক পরিদর্শন না করে দ্বীপটি ছেড়ে যেতে পারবেন না।
8 / 9
মালদ্বীপ- এই দ্বীপের আর নতুন করে পরিচয় করার প্রয়োজন নেই। মধুচন্দ্রিমা, রোমান্টিক এবং সৈকতপ্রেমীদের জন্য একটি অপরাজেয় পছন্দের গন্তব্যস্থল। প্রাকৃতিক সৌন্দর্য, অনন্য সামুদ্রিক জীবন এবং বিরল প্রবাল দ্বীপের সৌন্দর্য দেখে আপ্লুত হবেন অনায়াসে।
9 / 9
ভুটান- বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসাবে বিবেচিত এই দেশ। ভারতের অন্যতম নিকটতম প্রতিবেশী, রঙিন দুর্গ এবং নির্মল মঠে ঘেরা এই দেশে রয়েছে বিখ্যাত তাক্তসাং মঠ (পারোতে), পুনাখা জং মঠ (পুনাখাতে) এবং কুর্জে লাখাং মঠ (বুমথাং-এ)।