IND vs NZ: ভারতের বড় ত্রাস নিউজিল্যান্ড, কিউয়িদের বিরুদ্ধে সেরা ওডিআই ম্যাচের তালিকা
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Jan 18, 2023 | 10:30 AM
বুধবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড ওডিআই সিরিজ। এখনও পর্যন্ত দুটো দলের মধ্যে ১১৩টি ওডিআই ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে সবচেয়ে স্মরণীয় চারটি এখানে তুলে ধরা হল।
1 / 8
২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের সেমিফাইনাল। ভারতের স্বপ্নভঙ্গের রাত। তৃতীয়বার ৫০ ওভারে বিশ্বকাপ জেতার স্বপ্ন চুরমার করে দিয়েছিল কিউয়িরা। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে নিউজিল্যান্ড ২৩৯ রান তুলেছিল। রান তাড়া করতে নেমে ভারত গুটিয়ে যায় ২২১ রানে। (ছবি:টুইটার)
2 / 8
টানটান সেমিফাইনালে ৪৯তম ওভারে দুই রান নিতে গিয়ে রান আউট হয়ে যান মহেন্দ্র সিং ধোনি। মার্টিন গাপ্টিলের ছোঁড়া বল সোজাসুজি স্টাম্পে এসে লাগে। ওই একটা রানআউটে হৃদয় ভেঙে যায় কোটি কোটি ভারতবাসীর। খালি হাতে ফিরতে হয় ভারতকে।(ছবি:টুইটার)
3 / 8
২০০৩ সালের ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড মাত্র ১৪৬ রানে গুটিয়ে গিয়েছিল। সৌজন্যে ভারতের পেসার জাহির খান। প্রথম তিন বলে দুটো উইকেট নিয়ে নিউজিল্যান্ডের আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিলেন জাহির।(ছবি:টুইটার)
4 / 8
ভারতও ২১ রানে সচিন, সেওয়াগ ও সৌরভের উইকেট হারিয়েছিল। এরপর মহম্মদ কাইফ এবং রাহুল দ্রাবিড়ের অর্ধশতরানে ৭ উইকেটে ম্যাচ জেতে ভারত।(ছবি:টুইটার)
5 / 8
২০১৭ সালে কানপুরে তৃতীয় ওডিআই ম্যাচ। রোহিত শর্মা ১৩৮ বলে ১৪৭ ও বিরাট কোহলি ১০৬ বলে ১১৩ রানের ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় উইকেটে জুটিতে ওঠে ২৩০ রান। টিম ইন্ডিয়া ৬ উইকেট হারিয়ে তোলে ৩৩৭ রান। (ছবি:টুইটার)
6 / 8
তবে নিউজিল্যান্ডও দারুণ ব্যাট করেছিল। কলিন মুনরো (৭৫), কেন উইলিয়ামসন (৬৪) এবং টম ল্যাথাম (৬৫)-এর ব্যাটে লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিল কিউয়িরা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রান। বুমরা ৮ রান দিয়ে ১টি উইকেট নেন এবং ৬ রানে ম্যাচ জিতে যায় ভারত।(ছবি:টুইটার)
7 / 8
কেনিয়ার নাইরোবিতে খেলা হয়েছিল নকআউট ট্রফি (চ্যাম্পিয়ন্স ট্রফি)। সালটা ২০০০। ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ভারত তোলে ২৬৪ রান। সৌরভ গঙ্গোপাধ্যায় ১১৭ রানের ইনিংস খেলেন। সচিনের ব্যাটে এসেছিল ৬৯ রান। ১৪১ রানের পর প্রথম উইকেট হারায় ভারত। তারপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইনিংস। বাকি ব্যাটাররা ২৫ রান অতিক্রম করতে পারেননি। (ছবি:টুইটার)
8 / 8
নিউজিল্যান্ডও নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে। ১৩২ রানে অর্ধেক টিম প্যাভিলিয়নে। কিন্তু ক্রিস কেয়ার্নস ১১৩ বল অপরাজিত ১০২ রানের ইনিংস খেলে কিউয়িদের চ্যাম্পিয়নের ট্রফি এনে দেন। ভারতীয় দলের অতিরিক্ত রান দেওয়াও হারের বড় কারণ।(ছবি:টুইটার)