
মেলবোর্নে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) পাকিস্তানের বিরুদ্ধে সুপার-১২-তে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচে, প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) অপরাজিত ৮২ করে মাঠ ছাড়েন। তাঁর এই ইনিংসটা কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস হয়ে রইল। চাপের মুখ থেকে দলকে জিতিয়ে, বুক চিতিয়ে মাঠ ছাড়েন কোহলি।

ম্যাচের শেষে বিরাটের প্রতিটা কথায় ঝরে পড়ছিল আবেগ। তিনি মেলবোর্নের এই ইনিংসটাকে কেরিয়ারের অন্যতম সেরা উল্লেখ করে বলেন, "মোহালির ইনিংসটাকে সেরা মনে হত এতদিন। কিন্তু পরিস্থিতি, বিশ্বকাপ, চাপ, সব মাথায় রেখে বলব এটাই আমার কেরিয়ারের সেরা ইনিংস।"

দীপাবলীর ঠিক আগের দিনই দেশবাসীকে বিরাট উপহার দিয়ে দিলেন কোহলিরা। ম্য়াচ জিতিয়ে তাই বিরাট বলে দিলেন, "ম্যাচ কী ভাবে জিতলাম আমরা, বলতে পারব না। আমার কাছে প্রকাশ করার মতো শব্দ নেই। হার্দিক বারবার বলছিল, আমরা দু’জন থাকলে ম্যাচটা ঠিক জিতে যাব!"

চলতি বছরের এশিয়া কাপ থেকেই বিরাট কোহলির ব্যাটে রান দেখা দিয়েছিল। টি-২০ বিশ্বকাপে ভারতের সূচনাতেও সেই বিরাটকেই দেখা গেল।

কোহলির এই রাজার মতো ইনিংসের পর, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার বন্য বয়ে গিয়েছে। সচিন-সৌরভ-মিতালিরা ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। এ বার ভারতীয় সমর্থকদের একটাই চাওয়া, মেন ইন ব্লুর ১৫ বছরের ট্রফির খরা কাটুক।