Bangla News Photo gallery India vs Zimbabwe team india's pool session cancelled by bcci because of water shortage problem in the country
Team India in Harare: অল্প জলে স্নান, বাতিল পুল সেশন; হারারেতে তীব্র জলকষ্টে ধাওয়ানরা
ঝটপট স্নান সেরে ফেলতে হবে। জল নষ্ট করা চলবে না। জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। হারারেতে এই মুহূর্তে তীব্র জলকষ্ট চলছে। তারই মধ্যে জিম্বাবোয়ে সফরে গিয়েছে ভারত। জলের সমস্যার কথা মাথায় রেখে ক্রিকেটারদের স্বল্প জলে কাজ সারার অনুরোধ জানানো হয়েছে।