Bangla NewsPhoto gallery India Women beat Australia in the 2nd T20I by four runs in thrilling super over finish
IND vs AUS Women: সুপার ওভারে জয় ভারতের, বছরের প্রথম হারের স্বাদ অস্ট্রেলিয়ার
Team India: টি-টোয়েন্টি বিশ্বচ্য়াম্পিয়ন। কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেলিস্ট। টি-টোয়েন্টি ফর্ম্যাটে এ বছর একটিও ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। কমওয়েলথ গেমসে গোল্ড মেডেল ম্যাচে ভারত অল্পের জন্য হেরেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে অবিশ্বাস্য জয়।