Vijay Deverakonda: কেবল সারা আলি খান নন, বলিউডের আরও অনেক নায়িকার ‘ক্রাশ’ এখন বিজয় দেবেরাকোন্ডাই

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 14, 2022 | 4:04 PM

Bollywood Crushes: সম্প্রতি প্রকাশ্যে এসেছে বিজয় অভিনীত 'লাইগার' ছবিতে তাঁর লুক। নগ্ন দেহ, গোপনাঙ্গে গোলাপ...সুঠাম চেহারার বিজয়ের মহিলা অনুরাগীদের সংখ্যা বেড়ে গিয়েছে অনেকটাই। সেই তালিকায় রয়েছেন তরুণী অভিনেত্রীরাও।

1 / 7
এবার বিজয় ও অনন্যা অভিনীত ছবি লাইগার ঘিরে উঠল বয়কটের ডাক। তবে এই বয়কটের ডাকে যে ডরায় না বিজয় দেবেরাকোন্ডা, তা এক প্রকার স্পষ্ট হয়ে গেল তাঁর কথায়। অন্যান্য স্টারেরা যখন ছবি মুক্তির আগে সুর নরম করছেন, তখন বিজয় এ কি বললেন।

এবার বিজয় ও অনন্যা অভিনীত ছবি লাইগার ঘিরে উঠল বয়কটের ডাক। তবে এই বয়কটের ডাকে যে ডরায় না বিজয় দেবেরাকোন্ডা, তা এক প্রকার স্পষ্ট হয়ে গেল তাঁর কথায়। অন্যান্য স্টারেরা যখন ছবি মুক্তির আগে সুর নরম করছেন, তখন বিজয় এ কি বললেন।

2 / 7
দক্ষিণের বক্সঅফিস দাপটকে লক্ষ্য করেই কি করণ জোহরের তুরুপের তাস বিজয় দেবারাকোন্ড! সেই প্রশ্নের উত্তর মিলবে ছবি মুক্তির পরই। যদিও তার আগে দাপটের সঙ্গে প্রচারের কাজ করে চলেছেন বিজয়।

দক্ষিণের বক্সঅফিস দাপটকে লক্ষ্য করেই কি করণ জোহরের তুরুপের তাস বিজয় দেবারাকোন্ড! সেই প্রশ্নের উত্তর মিলবে ছবি মুক্তির পরই। যদিও তার আগে দাপটের সঙ্গে প্রচারের কাজ করে চলেছেন বিজয়।

3 / 7
ওয়ান নাইট স্ট্যান্ড থেকে শুরু করে প্রেম, সবটা নিয়ে সারাও ছিলেন তাঁর সৎমায়ের সামনে বেশ সাবলীল। তবে এখন সারার জীবনে তেমন কোনও সম্পর্কের ইঙ্গিত নেই।

ওয়ান নাইট স্ট্যান্ড থেকে শুরু করে প্রেম, সবটা নিয়ে সারাও ছিলেন তাঁর সৎমায়ের সামনে বেশ সাবলীল। তবে এখন সারার জীবনে তেমন কোনও সম্পর্কের ইঙ্গিত নেই।

4 / 7
ছোট থেকেই বলিউডের প্রতি ঝোঁক ছিল কিয়ারা আডবাণীর। অধিকাংশ গানই ছিল মুখস্থ। পছন্দের ছবির সংলাপও ছিল মুখস্থ। কিয়ারার কথায় কাভি খুশি কাভি গম ছবির সংলাপ তিনি পর পর মুখস্থ বলতেন।

ছোট থেকেই বলিউডের প্রতি ঝোঁক ছিল কিয়ারা আডবাণীর। অধিকাংশ গানই ছিল মুখস্থ। পছন্দের ছবির সংলাপও ছিল মুখস্থ। কিয়ারার কথায় কাভি খুশি কাভি গম ছবির সংলাপ তিনি পর পর মুখস্থ বলতেন।

5 / 7
যদিও পরবর্তীতে সেই গান ছবিতে ব্যবহার করা হয়নি। তবে সেটে তাঁরা এই গানটি ব্যবহার করতেন, সকলের মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল। যখন যুগ যুগ জিও ছবিতে এই গানটি শোনেন জাহ্নবী, নিজেই ইশানকে জানান, গানটি তিনি শুনেছেন কি না। কারণ এই গানটি তাঁদের গান।

যদিও পরবর্তীতে সেই গান ছবিতে ব্যবহার করা হয়নি। তবে সেটে তাঁরা এই গানটি ব্যবহার করতেন, সকলের মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল। যখন যুগ যুগ জিও ছবিতে এই গানটি শোনেন জাহ্নবী, নিজেই ইশানকে জানান, গানটি তিনি শুনেছেন কি না। কারণ এই গানটি তাঁদের গান।

6 / 7
কোন সেলিব্রিটির উপর ক্রাশ আছে রাকুল প্রীত সিংয়ের? অভিনেত্রী নাম নিয়েছিলেন বিজয় দেবেরাকোন্ডার। সম্প্রতি অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে জ্যাকি ভাগনানির।

কোন সেলিব্রিটির উপর ক্রাশ আছে রাকুল প্রীত সিংয়ের? অভিনেত্রী নাম নিয়েছিলেন বিজয় দেবেরাকোন্ডার। সম্প্রতি অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে জ্যাকি ভাগনানির।

7 / 7
দক্ষিণী ও বলিউড ছবিতে কাজ করছেন নিধি আগরওয়াল। বিজয় দেবেরাকোন্ডার 'অর্জুন রেড্ডি' দেখেছেন পরপর ৪ বার। অভিনেতাকে খুবই পছন্দ করেন নায়িকা।

দক্ষিণী ও বলিউড ছবিতে কাজ করছেন নিধি আগরওয়াল। বিজয় দেবেরাকোন্ডার 'অর্জুন রেড্ডি' দেখেছেন পরপর ৪ বার। অভিনেতাকে খুবই পছন্দ করেন নায়িকা।

Next Photo Gallery
Shooting World Cup: শুটিং বিশ্বকাপে অর্জুনদের সোনা-মেহুলিদের রুপো, ভারতের পদকসংখ্যা আটে পৌঁছল
Gas Problem: খাওয়ার পরই গলা জ্বালা বা চোঁয়া ঢেকুর? ওষুধ নয়, ভরসা রাখুন এই ভেষজে!