Air Force Day 2021: ভারতীয় বায়ু সেনার ৮৯ বছর, শুভেচ্ছায় ভাসলেন আকাশ যোদ্ধারা

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 08, 2021 | 5:38 PM

Indian Air Force, দেশের অন্যতম সেরা এই ভারতীয় বাহিনী। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বায়ু সেনার অবদান অনস্বীকার্য। ভারে বহরে ভারতীয় বায়ু সেনা বিশ্বে চতুর্থ স্থান অধিকার করেছে।

1 / 5
প্রত্যেক বছরের মতো এবারও পালিত হল বায়ু সেনা দিবস (Air Force Day)। চলতি বছরে ৮৯ তে পা দিল দেশের অন্যতম সেরা এই ভারতীয় বাহিনী। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বায়ু সেনার অবদান অনস্বীকার্য। ভারে বহরে ভারতীয় বায়ু সেনা বিশ্বে চতুর্থ স্থান অধিকার করেছে। গাজিয়াবাদে (Ghaziabad) বায়ু সেনার হিন্দন (Hindon) ঘাঁটি এশিয়া বৃহত্তম বায়ু সেনা ঘাঁটি হিসেবেই পরিচিত। ভগবত গীতার ১১ নম্বর অনুচ্ছেদ থেকে নেওয়া 'নভাঃ স্পর্শাম দীপথম্ ' বায়ু সেনার মূল মন্ত্র, যাঁর অর্থ 'গৌরবের সাথে স্পর্শ করবো আকাশ'। ছবি টুইটার

প্রত্যেক বছরের মতো এবারও পালিত হল বায়ু সেনা দিবস (Air Force Day)। চলতি বছরে ৮৯ তে পা দিল দেশের অন্যতম সেরা এই ভারতীয় বাহিনী। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বায়ু সেনার অবদান অনস্বীকার্য। ভারে বহরে ভারতীয় বায়ু সেনা বিশ্বে চতুর্থ স্থান অধিকার করেছে। গাজিয়াবাদে (Ghaziabad) বায়ু সেনার হিন্দন (Hindon) ঘাঁটি এশিয়া বৃহত্তম বায়ু সেনা ঘাঁটি হিসেবেই পরিচিত। ভগবত গীতার ১১ নম্বর অনুচ্ছেদ থেকে নেওয়া 'নভাঃ স্পর্শাম দীপথম্ ' বায়ু সেনার মূল মন্ত্র, যাঁর অর্থ 'গৌরবের সাথে স্পর্শ করবো আকাশ'। ছবি টুইটার

2 / 5
১৯৩২ সালে ব্রিটিশ শাসন চলাকালীন রয়্যাল এয়ার ফোর্সকে যোগ্য সঙ্গত দিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ভারতীয় বায়ু সেনা। এই বছরেই ৮ অক্টোবর বায়ু সেনার প্রথম অপারেশনাল স্কোয়াড্রন কাজ করা শুরু করে তারপর থেকেই এই দিনটি বায়ু সেনা দিবস হিসেবে পালন করা হয়।  ছবি টুইটার

১৯৩২ সালে ব্রিটিশ শাসন চলাকালীন রয়্যাল এয়ার ফোর্সকে যোগ্য সঙ্গত দিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ভারতীয় বায়ু সেনা। এই বছরেই ৮ অক্টোবর বায়ু সেনার প্রথম অপারেশনাল স্কোয়াড্রন কাজ করা শুরু করে তারপর থেকেই এই দিনটি বায়ু সেনা দিবস হিসেবে পালন করা হয়। ছবি টুইটার

3 / 5
১৯৪৭ সাল থেকই এই বিশেষ দিনে নানা রকমের কর্মকাণ্ডের মাধ্যমে উদযাপিত করে বায়ু সেনা। আগে দিল্লির পালম বিমান ঘাঁটিতে এই দিনের যাবতীয় অনুষ্ঠান ও প্যারেড অনুষ্ঠিত হত। শেষ ১৫ বছর থেকে হিন্দন বায়ু সেনা ঘাঁটিতে এই বিশেষ দিনটি পালিত হয়। পুরুষ ও মহিলা পাইলটরা প্যারেডে অংশগ্রহন করেন। এবং বিশেষ অবদানের জন্য এইদিন সেনা কর্মীদের পুরস্কৃত করা হয়। ছবি টুইটার

১৯৪৭ সাল থেকই এই বিশেষ দিনে নানা রকমের কর্মকাণ্ডের মাধ্যমে উদযাপিত করে বায়ু সেনা। আগে দিল্লির পালম বিমান ঘাঁটিতে এই দিনের যাবতীয় অনুষ্ঠান ও প্যারেড অনুষ্ঠিত হত। শেষ ১৫ বছর থেকে হিন্দন বায়ু সেনা ঘাঁটিতে এই বিশেষ দিনটি পালিত হয়। পুরুষ ও মহিলা পাইলটরা প্যারেডে অংশগ্রহন করেন। এবং বিশেষ অবদানের জন্য এইদিন সেনা কর্মীদের পুরস্কৃত করা হয়। ছবি টুইটার

4 / 5
বায়ু সেনার এই বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। টুইটে তিনি লিখেছেন "আমাদের যোদ্ধা ও তাদের পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।সাহস, পরিশ্রম এবং পেশাদারিত্বের অপর নাম ভারতীয় বায়ু সেনা। দেশকে রক্ষার চ্যালেঞ্জ ও মানবিকতা প্রদর্শনের মাধ্যমে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে বায়ু সেনা।" ছবি টুইটার

বায়ু সেনার এই বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। টুইটে তিনি লিখেছেন "আমাদের যোদ্ধা ও তাদের পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।সাহস, পরিশ্রম এবং পেশাদারিত্বের অপর নাম ভারতীয় বায়ু সেনা। দেশকে রক্ষার চ্যালেঞ্জ ও মানবিকতা প্রদর্শনের মাধ্যমে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে বায়ু সেনা।" ছবি টুইটার

5 / 5
এই বিশেষ দিনে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) তরফ থেকেও শুভেচ্ছা বার্তা এসেছে। "বায়ু সেনা দিবসে দেশের এই বীর যোদ্ধাদের অভিনন্দন ও সেলাম। দেশের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় এদের ভূমিকা ও আত্মত্যাগ দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।" ছবি টুইটার

এই বিশেষ দিনে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) তরফ থেকেও শুভেচ্ছা বার্তা এসেছে। "বায়ু সেনা দিবসে দেশের এই বীর যোদ্ধাদের অভিনন্দন ও সেলাম। দেশের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় এদের ভূমিকা ও আত্মত্যাগ দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।" ছবি টুইটার

Next Photo Gallery