Shardul Thakur Wedding: তোমার আলোয় হয়েছি উজ্জ্বল… ‘দেবী’কে পাশে পেয়ে উচ্ছ্বসিত লর্ড শার্দূল
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Feb 28, 2023 | 5:31 PM
Shardul Thakur Married with Mittali Parulkar: ভারতীয় ক্রিকেটে আবার ব্যান্ড বাজা বারাত। ২৭ ফেব্রুয়ারি হইহই করে বিয়ে করলেন ভারতীয় তারকা অল রাউন্ডার শার্দূল ঠাকুর। পাত্রী দীর্ঘদিনের বান্ধবী মিতালি পারুলকর। সোশ্যাল মিডিয়ায় জীবনের নতুন ইনিংস শুরু করার ঝলক শেয়ার করেছেন শার্দূল।
1 / 8
দেখতে দেখতে ভারতীয় দলের আরও একটা উইকেট পড়ল। না না কোনও ম্যাচে নয়। ব্যক্তিগত জীবনে। কথা হচ্ছে ভারতীয় তারকা অল রাউন্ডার শার্দূল ঠাকুরকে (Shardul Thakur) নিয়ে। মুম্বইতে ২৭ ফেব্রুয়ারি দীর্ঘদিনের বান্ধবী মিতালি পারুলকরের (Mittali Parulkar) সঙ্গে গাঁটছড়া বাঁধলেন শার্দূল। (ছবি-শার্দূল ঠাকুর ইন্সটাগ্রাম)
2 / 8
একেই বলে ব্যান্ড বাজা বারাত। মিতালির সঙ্গে বিয়ে করতে শার্দূল হাজির হন ব্যান্ড পার্টি নিয়ে। বরযাত্রীরা জমিয়ে নাচেন। ব্যান্ড পার্টির তালে পা মেলান শার্দূলও। (ছবি-শার্দূল ঠাকুর ইন্সটাগ্রাম)
3 / 8
বিয়ের আগে গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীতের অনুষ্ঠানে জমিয়ে নাচ করতে দেখা গিয়েছিল শার্দূল ও মিতালিকে। (ছবি-শার্দূল ঠাকুর ইন্সটাগ্রাম)
4 / 8
২০২১ সালের ২৯ নভেম্বর বাগদান করেছিলেন শার্দূল ও মিতালি। তাঁদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতেই শার্দূল-মিতালির বাগদান অনুষ্ঠান হয়েছিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন চত্বরে। (ছবি-শার্দূল ঠাকুর ইন্সটাগ্রাম)
5 / 8
৩১ বছর বয়সী শার্দূল ঠাকুরের সুন্দরী স্ত্রী মিতালি পারুলকর একজন ব্যবসায়ী। ২০২০ সাল থেকে বেকারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন শার্দূলের স্ত্রী। (ছবি-শার্দূল ঠাকুর ইন্সটাগ্রাম)
6 / 8
শার্দূল ও মিতালির বিয়েতে হাজির ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর স্ত্রী ঋতিকা সজদেও শার্দূলের বিয়েতে উপস্থিত ছিলেন। রোহিত ছাড়াও টিম ইন্ডিয়ার একাধিক সদস্যকে দেখা গিয়েছে শার্দূলের বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে। (ছবি-শার্দূল ঠাকুর ইন্সটাগ্রাম)
7 / 8
শার্দূল ঠাকুর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে চলতি বছর বিয়ের পিঁড়িতে বসলেন। উল্লেখ্য, এর আগে ২৩ জানুয়ারি কেএল রাহুল বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টিকে। অন্যদিকে দীর্ঘদিনের বান্ধবী মেহা প্যাটেলের সঙ্গে ২৬ জানুয়ারি জীবনের নতুন ইনিংস শুরু করেছেন অক্ষর প্যাটেল। (ছবি-শার্দূল ঠাকুর ইন্সটাগ্রাম)
8 / 8
সোশ্যাল মিডিয়ায় ভারতীয় তারকা ক্রিকেটার শার্দূল ঠাকুর নিজের বিয়ের খবর জানানোর পর থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছেন। (ছবি-টুইটার)