TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Dec 29, 2022 | 10:00 AM
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ হেরে বছর শুরু হয়েছিল। বছরের শেষটা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়ে। কখনও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, কখনও ভারত এগিয়ে থেকেও হারের মুখ দেখেছে। এশিয়া কাপ বা টি-২০ বিশ্বকাপ জয়ের সৌভাগ্য হয়নি ভারতের। ফেভারিট হিসেবে খেলতে গিয়েও একরাশ হতাশা নিয়ে ফিরতে হয়েছে। (ছবি:টুইটার)
ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহাম টেস্ট: প্রথমদিন টেস্ট ঝুঁকে ছিল ভারতের দিকে। প্রথম ইনিংসে ভারত তোলে ৪১৬। এরপর ভারতীয় বোলাররা ইংল্যান্ডকে আটকে দেয় ২৮৪ রানে। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটাররা তোলেন ২৪৫ রান। ইংল্যান্ড শেষ ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৩৭৮ রান তুলে টেস্ট জিতে নেয়। যার অন্যতম কাণ্ডারি জনি বেয়ারস্টো এবং জো রুট। বেয়ারস্টোর ১৪২ রান ও জো রুটের ব্যক্তিগত স্কোর ছিল ১১৪। চতুর্থ উইকেটে দু'জন ২৬৯ রানের পার্টনারশিপ গড়েন। (ছবি:টুইটার)
এশিয়া কাপে প্রতিপক্ষ পাকিস্তান: ২০২২ সালের এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্ট ভারতীয় সমর্থকদের হতাশার এক কারণ। গ্রুপ পর্বে পাকিস্তানকে দুরমুশ করার পর সুপার ফোর স্টেজে ফের মুখেমুখি হয় দুটি দল। প্রথমে ব্যাট করে রোহিত শর্মার দল তোলে ১৮১ রান। জয়ের জন্য শেষ দুই ওভারে ২৬ রানের প্রয়োজন ছিল পাকিস্তানের। ১৯তম ওভারে ১৯ রান দিয়ে বসেন ভুবনেশ্বর কুমার। ৫ উইকেটে হার হজম করতে হয় ভারতকে।(ছবি:টুইটার)
এশিয়া কাপে প্রতিপক্ষ শ্রীলঙ্কা: দাসুন শনাকার দলের বিরুদ্ধে শোচনীয় হার টুর্নামেন্ট থেকে ভারতের বিদায় নিশ্চিত করে দিয়েছিল। প্রথম ব্যাট করে ১৭৪ রান করে ভারত। জবাবে দুই বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। সেই ম্যাচেও ১৯তম ওভারে ভুবনেশ্বর কুমার ১৪ রান খরচ করেছিলেন। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে যার মাশুল দিতে হয়েছিল ভারতকে।(ছবি:টুইটার)
টি-২০ বিশ্বকাপে প্রতিপক্ষ ইংল্যান্ড: সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। গোটা টুর্নামেন্টে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দিয়ে আসছিল ভারত। সেমির লড়াইয়ে ৬ উইকেট হারিয়ে তোলে ১৬৮ রান। ১৬ ওভারেই লক্ষ্য়ে পৌঁছে যায় ইংল্যান্ড। সৌজন্যে অ্যালেক্স হেলস ও জস বাটলারের ধুঁয়াধার ব্যাটিং। হেলস ৪৭ বলে ৮৬ রান করেন। বাটলারের ব্যাটে আসে ৮০ রান। ১৫ বছর পর টি-২০ বিশ্বকাপের ট্রফি দেশে ফিরিয়ে নিয়ে আসার আশা শেষ হয়ে যায় সেদিনই। (ছবি:টুইটার)
মীরপুরে প্রথম ওডিআই: ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরে গিয়েছিল ভারতীয় দল। তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথমটি ছিল মীরপুরে। প্রথমে ব্যাট করে ভারত টেনেটুনে তোলে ১৮৬ রান। জবাবে বাংলাদেশ ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছিল। ভারতের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়ে যায় মেহদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান জুটি। ১ উইকেটে মীরপুরে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।(ছবি:টুইটার)