
বর্ডার গাভাসকার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনেই ছাপ ফেলেছেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। ছবি: টুইটার

ভারতের জার্সিতে একাই তিন উইকেট নেন তিনি। সেই সঙ্গেই গড়েন রেকর্ডও। ছবি: টুইটার

টেস্ট ক্রিকেটে এখন দ্রুততম ৪৫০ উইকেট নেওয়া বোলার কিন্তু তিনিই। ছবি: টুইটার

কেরিয়ারের ৮৯তম টেস্ট ম্যাচ খেলতে নেমে ৪৫০-র বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন সবার প্রিয় অ্যাশ। ছবি: টুইটার

ভারতীয় কিংবদন্তি অনীল কুম্বলে এই রেকর্ড গড়তে নিয়েছিলেন ৯৩ ম্যাচ। সেই নিরিখে বিচার করলে কুম্বলেকে অনেকটা আগেই পার করলেন অশ্বিন। ছবি: টুইটার

টেস্ট ফরম্যাটে সর্বাধিক (৬১৯) টি উইকেটের রেকর্ড রয়েছে কুম্বলের। আর এই দিকে টেস্টে ৪৫২ উইকেট নিয়ে তারপরই দাঁড়িয়ে রয়েছেন অশ্বিন। ছবি: টুইটার

কুম্বলেকে ছুঁতে এখনও ২৬৭ টি উইকেট ঝুলিতে ভরতে হবে তাঁকে। ব্যাবধানটা অনেক হলেও তাঁর ফর্ম দেখে বোঝা যাচ্ছে এই রেকর্ড ভাঙা অশ্বিনের ক্ষেত্রে অসম্ভব নয়। ছবি:টুইটার

এর আগে একটি সাক্ষাৎকারে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, যেদিন কুম্বলের রেকর্ডকে ছাঁপিয়ে যাওয়ার দিন আসবে তার আগেই ক্রিকেট থেকে অসবর নিয়ে নেবেন। কুম্বলের প্রতি একপ্রকার সম্মান জানিয়েই এই কথা বলেছিলেন তিনি। ছবি:টুইটার