
এশিয়া কাপের (Asia Cup) আগে নিজেকে এ বার মার্সিডিজ বেঞ্জ উপহার দিলেন ভারতের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। জাতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে চলেছেন বলে দিনকয়েক আগেই ইন্সটাগ্রাম স্টোরিতে তাঁর নতুন গাড়ির ঝলক দেখিয়েছিলেন। সেটা যদি ট্রেলার ছিল, তা হলে আজ পুরো সিনেমাই দেখিয়ে দিলেন স্কাই। (ছবি-অটোহ্যাঙ্গার ইন্সটাগ্রাম)

সাদা রংয়ের মার্সিডিজ বেঞ্জ এসইউভি কিনেছেন সূর্যকুমার যাদব। স্ত্রী দেবিশার সঙ্গে সেই গাড়ি নিতে সূর্য পৌঁছে গিয়েছেন শোরুমে। (ছবি-অটোহ্যাঙ্গার ইন্সটাগ্রাম)

মুম্বইয়ের মার্সিডিজ ডিলারশিপ অটো হ্যাঙ্গার থেকে সস্ত্রীক সূর্যকুমার গিয়ে নতুন মার্সিডিজটি বাড়ি নিয়ে এসেছেন। (ছবি- অটোহ্যাঙ্গার ইন্সটাগ্রাম)

সূর্যর গ্যারাজে এর আগেই থেকেই ছিল অডি, বিএমডব্লিউয়ের মতো একাধিক বিলাসবহুল গাড়ি। এ বার তাতে অন্যমাত্রা যোগ করল মার্সিডিজ বেঞ্জ এসইউভি। (ছবি-অটোহ্যাঙ্গার ইন্সটাগ্রাম)

মার্সিডিজ বেঞ্জের ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে, স্ট্যান্ডার্ড GLS 400d 4MATIC-এর দাম ১.১৬ কোটি টাকা। (ছবি-সূর্যকুমার যাদব ইন্সটাগ্রাম)