
ডিজে লাভারদের জন্য বড় সুখবর। আপনি যদি দিল্লিবাসী হন তাহলে তো কথাই নেই। অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান ডিজে এক্সপো দশম বার্ষিকী উদযাপন। দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপে হবে ইন্ডিয়ান ডিজে এক্সপো দশম বর্ষের সেলিব্রেশন।

এই এক্সপো অনুষ্ঠিত হওয়ার কথা ৩১ জুলাই ২০২৫। এক দশকেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গীত ও বিনোদন ব্যবসার আহ্বায়ক হিসেবে কাজ করছে এই প্রদর্শনী। থাকবে ৫০০ টিরও বেশি শীর্ষস্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রো সাউন্ড, প্রো লাইট, প্রো এভি, ডিজে গিয়ার, পাবলিক অ্যাড্রেস, এলইডি ডিসপ্লে সলিউশন এবং স্পেশাল এফেক্টের সর্বশেষ প্রযুক্তি এবং অনান্য পণ্যের প্রদর্শনী।

ডিজে এক্সপোর আহ্বায়ক ম্যানুয়েল ডায়াস এই বিষয়ে বলেন, "দশম ডিজে এক্সপো অত্যাধুনিক প্রযুক্তি এবং পণ্যগুলির সরাসরি অভিজ্ঞতা লাভের এক অনন্য সুযোগ প্রদান করবে।"

মিউজিক প্রোডাকশন, ইভেন্ট প্রোডাকশন বা বিনোদন প্রযুক্তির বাজারের সেরার সেরা এই এক্সপো। ১৫০ বেশি সুপ্রতিষ্ঠিত এবং পরিচিত ব্র্যান্ড এবং রেন্টাল কোম্পানিগুলি নিয়ে আসছে প্রো অডিও, পিএ, আলো, LED স্ক্রিন সহ আরও নানা পণ্যের বাহার।

ম্যানুয়েল ডায়াসের মতে, এই এক্সপোর মূল লক্ষ্য হল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে সমর্থন করা এবং ভারতে উদ্যোক্তা মনোভাবকে উৎসাহিত করা। প্রতি বছরের মতো, এবারও, ডিজে এক্সপো শিল্পে নতুন এবং বৃহৎ ব্যবসায়িক সুযোগ এবং ভবিষ্যতের বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরবে।