Sawai Bhatt: রিয়ালিটি শো’র মঞ্চে প্রশংসা কুড়িয়েও ভাগ্য বদলায়নি সাওয়াইয়ের, দিন কাটছে দারিদ্র্যে
তাঁর গলায় ঝরে পড়ত রাজস্থানের মেঠো সুর। বেজে উঠত সারেঙ্গি, এসরাজ। এত সব প্রশংসা কুড়িয়েও ভাগ্য বদলাল না সাওয়াইের। চেয়েছিলেন বাড়ি, তাও হয়নি। গাড়ি? সে তো অনেক দূরের ব্যাপার। কেন?