Bangla News Photo gallery Indian Idol 12: Pawandeep Rajan, Arunita Kanjilal and more contestants who have already bagged major singing offers before the grand finale
Indian Idol শেষ হওয়ার আগেই বলিউডে প্লে-ব্যাকের অফার পেয়েছেন এই ৫ প্রতিযোগী
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Aug 22, 2021 | 11:46 AM
কারা তাঁরা? কী কী অফার পেয়েছেন ইতিমধ্যেই? দেখে নিন এক ঝলকে...
1 / 6
রিয়ালিটি শো' শেষ হতে এখনও হাতে রয়েছে দিন কয়েক সময়। এরই মধ্যে বলিউডের একগুচ্ছ অফার পেয়েছেন ইন্ডিয়ান আইডলের এই সিজনে অংশ নেওয়া এই প্রতিযোগী। কারা তাঁরা? কী কী অফার পেয়েছেন ইতিমধ্যেই? দেখে নিন এক ঝলকে...
2 / 6
পবনদীপ রাজন- ইন্ডিয়ান আইডলের এই সিজনে তিনি পরিচিত মুখ। অরুণিতার সঙ্গে তাঁর প্রেমের কাহিনীতে উত্তাল ওই রিয়ালিটি শো'র মঞ্চ। তাঁরা যদিও দাবি করেন, নিছকই বন্ধুত্ব। ব্যক্তিগত জীবনে যাই ঘটুক না কেন রিয়ালিতি শো'টি শেষ হওয়ার আগেই তাঁর কাছে রয়েছে বলিউডের অফার। ইতিমধ্যেই হিমেশ রেশমিয়ার কম্পোজিশনে অরুণিতার সঙ্গে এক ডুয়েট গেয়ে ফেলেছেন তিনি। খুব শীঘ্রই সেটি মুক্তি পাবে।
3 / 6
অডি কিউ সেভেনের এই মুহূর্তে বাজারমূল্য ৬৯ লক্ষ ২৭ হাজার টাকা। যা ফিচারের সাপেক্ষে বাড়তে পারে ৮১ লক্ষ ১৮ হাজার অবধি। এত দামের গাড়ি প্রিয় বন্ধুকে উপহার স্বরূপ দিয়েছেন অরুণিতা, দাবি বেশ কিছু সংবাদমাধ্যমের। যদিও মুখ খোলেননি তাঁরা।
4 / 6
সাওয়াই ভাট- এক নিম্নবিত্ত পরিবার থেকেই উঠে আসা সাওয়াই টপ সিক্সে জায়গা করে নিতে পারেননি ঠিকই কিন্তু মন ছুঁয়েছেন দর্শকের। তিনি বাদ পড়তে ওই রিয়ালিটি শো'টি জনরোষের মুখে পড়েছিল। হিমেশ রেশমিয়ারে সুরে ইতিমধ্যেই একটি গান তিনি রেকর্ড করে ফেলেছেন।
5 / 6
শন্মুখপ্রিয়া- তাঁর গায়কী নিয়ে বিস্তর আলোচনা। অনেকেই মনে করেন তাঁর গান বড়ই একঘেয়ে। যদিও সেই সব ট্রোলকে পাত্তা দিতে চান না শন্মুখপ্রিয়া। পরিচালক ওমং কুমার তাঁর পরবর্তী ছবিতে শন্মুখপ্রিয়াকে দিয়ে একটি গান গাওয়াতে চলেছেন এ কথা নিজেই ঘোষণা করেছিলেনওই রিয়ালিটি শো'র মঞ্চে।
6 / 6
মহম্মদ দানিশ নাকি দিয়েছেন ১৪ লক্ষ টাকার একটি গিটার।