India Tour of South Africa: অনুশীলনের ফাঁকে হাসিমুখে ক্যামেরাবন্দি কোহলি-পূজারারা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 21, 2021 | 3:11 PM

আর মাত্র ৫ দিনের অপেক্ষা। ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। প্রতিদিনই নিয়ম করে অনুশীলন করছেন কোহলিরা। তার ফাঁকেই চলছে খোশমেজাজে সময় কাটানোও। টুইটারে আজ, মঙ্গলবার বিসিসিআই (BCCI) টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের বর্তমান পরিস্থিতির ব্যাপারে ছবি পোস্ট করেছে। যেখানে বিরাট-সিরাজদের দেখা গিয়েছে অনুশীলনের ফাঁকে হাসিমুখে। এক নজরে দেখে নিন সেই ছবিগুলি...

1 / 4
একফ্রেমে বন্দি ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর ডেপুটি কেএল রাহুল।

একফ্রেমে বন্দি ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর ডেপুটি কেএল রাহুল।

2 / 4
ভারতের দুই সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পূজারা ও রবিচন্দ্রন অশ্বিনকে দেখা গেল বেশ হাসিমুখেই।

ভারতের দুই সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পূজারা ও রবিচন্দ্রন অশ্বিনকে দেখা গেল বেশ হাসিমুখেই।

3 / 4
জয়ন্ত যাদব এবং সিরাজ-শ্রেয়স জুটিকেও ফুরফুরে মেজাজে পাওয়া গিয়েছে বিসিসিআইয়ের পোস্ট করা ছবিতে।

জয়ন্ত যাদব এবং সিরাজ-শ্রেয়স জুটিকেও ফুরফুরে মেজাজে পাওয়া গিয়েছে বিসিসিআইয়ের পোস্ট করা ছবিতে।

4 / 4
হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন বুম বুম বুমরাও। (ছবি-বিসিসিআই টুইটার)

হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন বুম বুম বুমরাও। (ছবি-বিসিসিআই টুইটার)

Next Photo Gallery