দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা গোমসের (Swetha Gomes) সঙ্গে বিয়েটা সেরে নিলেন ভারতের তারকা শাটলার এইচএস প্রণয় (HS Prannoy)। তিরুবনন্তপুরমে শ্বেতা-প্রণয়ের পরিবারের সদস্য ও তাঁদের নিকট বন্ধুবান্ধবদের উপস্থিতিতে দু'জনের বিয়ে সম্পন্ন হয়েছে। (ছবি-এইচএস প্রণয় টুইটার)
সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে প্রণয় লিখেছেন, “Theeeee day, #Justmarried.” (ছবি-এইচএস প্রণয় টুইটার)
বিয়ের দিন বরবেশে প্রণয় পরেছিলেন সাদা ধুতি এবং মেরুন রংয়ের শার্ট। শ্বেতা বিয়ের দিন বেছে নিয়েছিলেন গোল্ডেন বর্ডারের সিল্ক শাড়ি ও সবুজ রংয়ের ব্লাউজ। (ছবি-এইচএস প্রণয় টুইটার)
প্রণয় তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই, নবদম্পতির জন্য শুভেচ্ছাবার্তার ঢল বয়ে চলেছে। (ছবি-এইচএস প্রণয় টুইটার)
কেরিয়ারে এই মুহূর্তে ভালো সময় চলছে ভারতীয় শাটলার প্রণয়ের। বিশ্ব ব়্যাঙ্কিং অনুযায়ী ছেলেদের সিঙ্গলসে বর্তমানে বিশ্বের এক নম্বর শাটলার প্রণয়। কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বর্তমানে ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রণয়। (ছবি-এইচএস প্রণয় টুইটার)