
১৬ বছরের ক্রিকেট কেরিয়ারে, ভারতের হয়ে মোট ৫৮টি টেস্টে খেলেছেন চন্দ্রশেখর। টেস্টে তাঁর শিকার ২৪২ উইকেট। (Pic Courtesy-espncricinfo)

১৯৭১ সালে ওভালে অনুষ্ঠিত ভারত বনাম ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৮.১ ওভার বল করে ৩৮ রানের বিনিময়ে ৬ উইকেট পেয়েছিলেন। ওই ম্যাচে ৪ উইকেটে ভারত জিতেছিল। পাশাপাশি তাঁর এই বোলিং পরিসংখ্যান ২০০২ সালে উইজডেন কর্তৃক শতাব্দীর সেরা ভারতীয় বোলিং হিসেবে বিবেচিত হয়েছিল। (Pic Courtesy-espncricinfo)

অসাধারণ ক্রিকেট কেরিয়ারের জন্য ১৯৭২ সালে তিনি অর্জুন পুরস্কার এবং পদ্মশ্রীও পান। (Pic Courtesy-espncricinfo)

১৬ বছরের ক্রিকেট কেরিয়ারে দেশে-বিদেশে ভীষণ সফল ছিলেন চন্দ্রশেখর। ভারতের স্পিনার ত্রয়ী বেদী-প্রসন্ন-চন্দ্রশেখর সেই সময় ত্রাস ছিলেন বিপক্ষ টিমগুলোর। (Pic Courtesy-espncricinfo)