আজ প্রাক্তন ভারতীয় স্পিনার ভগবৎ সুব্রাহ্মণ চন্দ্রশেখরের (BS Chandrasekhar) ৭৭তম জন্মদিন। ৭৬টা বসন্ত পার করে ফেললেন চন্দ্রশেখর। কেরিয়ারে দেশে-বিদেশে ভীষণ সফল ছিলেন তিনি। ভারতের স্পিনার ত্রয়ী বেদী-প্রসন্ন-চন্দ্রশেখর সেই সময় ত্রাস ছিলেন বিপক্ষ টিমগুলোর। তাঁর ১৬ বছরের ক্রিকেট কেরিয়ারে, ভারতের হয়ে মোট ৫৮টি টেস্টে খেলেছেন চন্দ্রশেখর। টেস্টে তাঁর শিকার ২৪২ উইকেট। অসাধারণ ক্রিকেট কেরিয়ারের জন্য ১৯৭২ সালে তিনি অর্জুন পুরস্কার এবং পদ্মশ্রীও পান।