
তোমাতেই পূর্ণ আমি... এ কথাই যেন আওড়াচ্ছেন ভারতীয় তারকা ক্রিকেটার কেএল রাহুল (KL Rahul) ও বলিউড সুপারস্টার সুনীল শেট্টির কন্যা, আথিয়া শেট্টি (Athiya Shetty)। নতুন বছরের শুরুতেই ফের এক ক্রিকেট-বলিউড জুটির চার হাত এক হওয়ার কথা। Pic Credit: instantbollywood Instagram

বলিউডের অন্দরমহল থেকে উড়ে আসা খবর অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি মাসের ২১ তারিখেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ক্রিকেটার কেএল রাহুল এবং সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টির। তাঁদের বিয়ের তামঝাম চলছে পুরোদমে। Pic Credit: instantbollywood Instagram

দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার কেএল রাহুল ও বলিউড সুপারস্টার আথিয়া শেট্টি। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল তাঁদের ভালোবাসা। এই কথা শুনে অবাক হচ্ছেন নাকি! না না অবাক হওয়ার কোনও কারণ নেই। এই কথা বলার আসল কারণ, সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই দেখা যায় লোকেশ রাহুল যে পোশাক পরে ছবি শেয়ার করছেন, তার দিন কয়েক পরই আথিয়ার পরণেও সেই পোশাক। Pic Credit: instantbollywood Instagram

শুধু একবার নয়, একাধিকবার এমনটা দেখা গিয়েছে। সদ্য তাঁদের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে কমেন্ট সেকশনে নেটিজ়েনরা হাসির রোল তুলেছেন। Pic Credit: instantbollywood Instagram

আথিয়া ও লোকেশ রাহুলের একই জামা পরা ছবির কমেন্টে কেউ লিখেছেন, "মেয়েদের তো ছেলেদের জামাকাপড় পরা দারুণ পছন্দের।" কোনও ইন্সটাগ্রাম ব্যবহারকারী লেখেন, "বড়লোক হয়েও পয়সা বাঁচাচ্ছেন।" Pic Credit: instantbollywood Instagram

উল্লেখ্য, আজ থেকে শুরু হতে চলা ভারত বনাম শ্রীলঙ্কা ওডিআই সিরিজে ভারতীয় স্কোয়াডে রয়েছেন লোকেশ রাহুল। নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে হওয়া টি২০ সিরিজে তিনি ছিলেন না। উল্লেখ্য, ভারত-শ্রীলঙ্কা ওডিআই সিরিজের পর সুনীল শেট্টির বিলাসবহুল বাংলোতে হতে পারে আথিয়া-কেএল রাহুলের বিবাহের অনুষ্ঠান। Pic Credit: instantbollywood Instagram