
বুধবার নেট প্র্যাকটিসের আগে টিম ইন্ডিয়ার সদস্যরা ফুটবল খেললেন। বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকটদের ফুটবল খেলতে দেখা গিয়েছে। অনুশীলনের পাশাপাশি ফিটনেসটাও পরখ করে নিলেন তাঁরা। (ছবি:টুইটার)

ঘরের মাঠে কোহলির ব্যাটের দিকে তাকিয়ে থাকবেন আপামর ভারতীয় ক্রিকেট সমর্থকরা। নাগপুরের মাঠে নামার জন্য মুখিয়ে বিরাটও। (ছবি:টুইটার)

২০১৯ সালের পর থেকে কোহলির ব্যাটে টেস্ট শতরান নেই। নাগপুরেই অপেক্ষার অবসান ঘটাবেন প্রাক্তন অধিনায়ক? (ছবি:টুইটার)

ওপেনিংয়ে ক্যাপ্টেন রোহিতের সঙ্গী লোকেশ রাহুল। নাগপুরে ভারতকে ভরসা দিতে পারবে ওপেনিং জুটি? (ছবি:টুইটার)

গতবছর দারুণ ফর্মে ছিলেন ডানহাতি পেসার মহম্মদ সিরাজ। ঘরের মাঠে কামিন্সদের ঘোল খাওয়াতে তৈরি তিনি।(ছবি:টুইটার)

প্রত্যাবর্তনের গল্পটা কীভাবে লিখবেন সেটাই হয়তো ভাবছিলেন রবীন্দ্র জাডেজা। নাগপুরে অস্ট্রেলিয়ার মাথাব্যথা বাড়াতে তৈরি তারকা অলরাউন্ডার।(ছবি:টুইটার)

নতুন বছরে এখনও মাঠে নামা হয়নি চেতেশ্বর পূজারার। প্রস্তুতি ভালোই সারা হয়েছে। এ বার শুধু মাঠে নামার পালা।(ছবি:টুইটার)

জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে নাগপুরে পেস বিভাগের দায়িত্ব থাকবে মহম্মদ সামির উপর। অজিদের বিরুদ্ধে অভিজ্ঞতার ঝুলি উজাড় করে দিতে তৈরি তিনি।(ছবি:টুইটার)