
পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে হারের ২৪ ঘণ্টার ব্যবধানে জয়ে ফিরল ভারত। বাংলাদেশকে ৫৯ রানের বড় ব্যবধানে হারাল স্মৃতি মান্ধানার ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে শেষ বেলায় জয়ের আশা জাগিয়েছিলেন বাংলার মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh)। কিন্তু দলকে জেতাতে পারেননি। (Pic Courtesy- ACC Media)

বাংলাদেশের বিরুদ্ধে চার নম্বরে নেমেছিলেন রিচা। ব্যাট হাতে অবদান রাখতে না পারলেও, স্টাম্পের পিছনে থেকে গুরুদায়িত্ব সামলেছেন তিনি। (Pic Courtesy- ACC Media)

বাংলাদেশের মহিলাদের বিরুদ্ধে ৭ বল খেলে মাত্র ৪ রান করেন রিচা। কিন্তু তিনি পাকিস্তানের ইনিংস চলাকালীন দুটি দারুণ স্টাম্পিং করেন। ক্ষণিকে তিনি ফেরান নিগার সুলতানা এবং ফাহিমা খাতুনকে। (Pic Courtesy- ACC Media)

আজ, ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বিশ্রাম নিয়েছিলেন। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিয়েছিলেন স্মৃতি মান্ধানা। ৪৭ রানের মাথায় রান আউট হয়ে মাঠ ছাড়েন স্মৃতি। (Pic Courtesy- ACC Media)

পাকিস্তানের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচ চলাকালীন, সানস্ট্রোকের কারণে মাঠ ছাড়তে হয়েছিল রিচাকে। সেই সময় মনে হয়েছিল তিনি আর ব্যাট হাতে নামবেন না। যদিও তিনি শেষ অবধি আট নম্বরে নামেন এবং গুরুত্বপূর্ণ ২৬ রান করে যান। সকলে ধরেই নিয়েছিল ভারত হেরে যাবে। কিন্তু তখনই ৩টি ছয়, ১টি চার মেরে আশার আলো জাগিয়েছিলেন রিচা। (Pic Courtesy- ACC Media)