Bangla NewsPhoto gallery Indian wicketkeeper batter Richa Ghosh made 2 stumping against Bangladesh in Asia Cup 2022
Richa Ghosh: এশিয়া কাপে রিচার দস্তানার দাপট
Asia Cup 2022: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে হারের ২৪ ঘণ্টার ব্যবধানে জয়ে ফিরল ভারত। বাংলাদেশকে ৫৯ রানের বড় ব্যবধানে হারাল স্মৃতি মান্ধানার ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে শেষ বেলায় জয়ের আশা জাগিয়েছিলেন বাংলার মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh)। কিন্তু দলকে জেতাতে পারেননি। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে অবদান রাখতে না পারলেও, স্টাম্পের পিছনে থেকে গুরুদায়িত্ব সামলেছেন তিনি।