
প্রত্যাশামতোই কমনওয়েলথ গেমসের ফাইনালে ভারতের মহিলা ক্রিকেট টিম। রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে চার রানে হারিয়ে রুপোর পদক নিশ্চিত করেছে ভারত। ঐতিহাসিক পদক নিশ্চিত হতেই ভারতীয় দলের সাজঘরে শুরু হয়ে যায় সেলিব্রেশন। (ছবি:টুইটার)

চলে দেদার সেলফি, ফোটোসেশন। ক্রিকেটে প্রথম কমনওয়েলথ গেমস বলে কথা। সেলিব্রেশন তো বনতা হ্যায়। (ছবি:টুইটার)

প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৬৪ রান তোলে ভারত। অর্ধশতরান করেন ওপেনার স্মৃতি মান্ধানা।(ছবি:টুইটার

প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৬৪ রান তোলে ভারত। অর্ধশতরান করেন ওপেনার স্মৃতি মান্ধানা। জবাবে রান তাড়া করতে নেমে চার রান আগেই আটকে যায় আয়োজক দেশ ইংল্যান্ড। (ছবি:টুইটার)

রবিবার পূর্ণ এজবাস্টন স্টেডিয়ামে সোনার পদকের দিকেই থাকবে চোখ। এই সোনা দেশে মহিলাদের ক্রিকেটের ভাগ্যটাই বদলে দিতে পারে। (ছবি:টুইটার)