Indian Women’s Football: আমিরশাহিকে ৪-১ ব্যবধানে হারাল ভারতীয় মহিলা দল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 03, 2021 | 5:35 PM

এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) আগে ভারতীয় মেয়েরা বেশ কয়েকটা আন্তর্জাতিক ম্যাচ খেলবে। শনিবার সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে ভারতীয় মহিলা দল (Indian Women's Football team)। সেই ম্যাচে ৪-১ ব্যবধানে জিতেছেন ভারতের মেয়েরা। এটাই চলতি বছরে ভারতের মহিলা দলের প্রথম জয়। ফিফা তালিকায় ৫৭ নম্বরে রয়েছে ভারতীয় মহিলা দল। আমিরশাহি রয়েছে ১০০ নম্বরে। এর আগে ইউরোপের শীর্ষ ব়্যাঙ্কিংয়ে থাকা ৫টি দলের বিরুদ্ধে খেলেছিল ব্লু টাইগার্সরা। সেখানে জয়ের স্বাদ পায়নি ভারতের মেয়েরা। আমিরশাহির এফএ স্টেডিয়ামে ভারতের মেয়েরা ফিফা তালিকায় ৭৭ নম্বরে থাকা দল তিউনিশিয়ার বিরুদ্ধে সোমবার খেলবে।

1 / 4
বন্ধ দরজার পিছনে ভারতের মেয়েরা আমিরশাহির এফএ স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহি দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নেমেছিলেন। (ছবি-ইন্ডিয়ান ফুটবল টুইটার)

বন্ধ দরজার পিছনে ভারতের মেয়েরা আমিরশাহির এফএ স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহি দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নেমেছিলেন। (ছবি-ইন্ডিয়ান ফুটবল টুইটার)

2 / 4
নিজেদের প্রথম প্রীতি ম্যাচে ৪-১ ব্যবধানে জিতেছে ভারতীয় মহিলা দল। (ছবি-ইন্ডিয়ান ফুটবল টুইটার)

নিজেদের প্রথম প্রীতি ম্যাচে ৪-১ ব্যবধানে জিতেছে ভারতীয় মহিলা দল। (ছবি-ইন্ডিয়ান ফুটবল টুইটার)

3 / 4
 ভারতের হয়ে চারটি গোল করেছেন মনীশা (২০ মিনিট), প্যায়ারি জাক্সা (২৭ মিনিট), সুইটি দেবী (৪১ মিনিট) ও অঞ্জু তামাং (৭৫ মিনিট)। (ছবি-ইন্ডিয়ান ফুটবল টুইটার)

ভারতের হয়ে চারটি গোল করেছেন মনীশা (২০ মিনিট), প্যায়ারি জাক্সা (২৭ মিনিট), সুইটি দেবী (৪১ মিনিট) ও অঞ্জু তামাং (৭৫ মিনিট)। (ছবি-ইন্ডিয়ান ফুটবল টুইটার)

4 / 4
 সোমবার আমিরশাহির এফএ স্টেডিয়ামে ভারতের মেয়েরা ফিফা তালিকায় ৭৭ নম্বরে থাকা দল তিউনিশিয়ার বিরুদ্ধে খেলবে। (ছবি-ইন্ডিয়ান ফুটবল টুইটার)

সোমবার আমিরশাহির এফএ স্টেডিয়ামে ভারতের মেয়েরা ফিফা তালিকায় ৭৭ নম্বরে থাকা দল তিউনিশিয়ার বিরুদ্ধে খেলবে। (ছবি-ইন্ডিয়ান ফুটবল টুইটার)

Next Photo Gallery