CWG 2022: অজিদের কাছে হার দিয়ে কমনওয়েলথে যাত্রা শুরু হ্যারিদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 30, 2022 | 8:32 AM

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে প্রথম আত্মপ্রকাশ হল মেয়েদের ক্রিকেটের। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। এজবাস্টনে ভারতের জয়ের সম্ভবনাই ছিল প্রবল। কিন্তু শেষ অবধি স্নায়ুর চাপ ধরে রেখে জয় ছিনিয়ে নিয়ে গেল অজিরা।

1 / 6
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে প্রথম আত্মপ্রকাশ হল মেয়েদের ক্রিকেটের। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। এজবাস্টনে ভারতের জয়ের সম্ভবনাই ছিল প্রবল। কিন্তু শেষ অবধি স্নায়ুর চাপ ধরে রেখে জয় ছিনিয়ে নিয়ে গেল অজিরা।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে প্রথম আত্মপ্রকাশ হল মেয়েদের ক্রিকেটের। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। এজবাস্টনে ভারতের জয়ের সম্ভবনাই ছিল প্রবল। কিন্তু শেষ অবধি স্নায়ুর চাপ ধরে রেখে জয় ছিনিয়ে নিয়ে গেল অজিরা।

2 / 6
ভারতের মেয়েরা লড়াই করেও শেষ অবধি হতাশ হয়ে মাঠ ছেড়েছে। ভারতের তরুণ ওপেনার শেফালি ভর্মা ৪৮ রান করে যান।

ভারতের মেয়েরা লড়াই করেও শেষ অবধি হতাশ হয়ে মাঠ ছেড়েছে। ভারতের তরুণ ওপেনার শেফালি ভর্মা ৪৮ রান করে যান।

3 / 6
টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌর ৩৪ বলে ৫২ রানের ইনিংস উপহার দেন। এই ইনিংস হ্যারি সাজিয়েছিলেন ৮টি চার ও ১টি ছয় দিয়ে।

টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌর ৩৪ বলে ৫২ রানের ইনিংস উপহার দেন। এই ইনিংস হ্যারি সাজিয়েছিলেন ৮টি চার ও ১টি ছয় দিয়ে।

4 / 6
ভারতের ব্যাটারদের চাপে রেখেছিলেন অজি তারকা জেস জোনাসেন। ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন জেস।

ভারতের ব্যাটারদের চাপে রেখেছিলেন অজি তারকা জেস জোনাসেন। ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন জেস।

5 / 6
অজিদের হয়ে শেষ অবধি ক্রিজে ছিলেন অ্যাশলে গার্ডনার। শেষের দিকে গার্ডনার ও গ্রেস হ্যারিসের জুটি রীতিমতো চাপে ফেলে দিয়েছিল ভারতকে। তাঁদের দাপটেই ১ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অ্যাশলে ৫২ রানে নট আউট থেকে মাঠ ছাড়েন।

অজিদের হয়ে শেষ অবধি ক্রিজে ছিলেন অ্যাশলে গার্ডনার। শেষের দিকে গার্ডনার ও গ্রেস হ্যারিসের জুটি রীতিমতো চাপে ফেলে দিয়েছিল ভারতকে। তাঁদের দাপটেই ১ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অ্যাশলে ৫২ রানে নট আউট থেকে মাঠ ছাড়েন।

6 / 6
ভারত হারলেও বল হাতে রেনুকা সিং ঠাকুরের পারফরম্যান্স নজর কেড়েছে। ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ৪টি উইকেট পেয়েছেন তিনি।

ভারত হারলেও বল হাতে রেনুকা সিং ঠাকুরের পারফরম্যান্স নজর কেড়েছে। ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ৪টি উইকেট পেয়েছেন তিনি।

Next Photo Gallery