Incredible India: বর্ষশুরুর রাতে গলা ও মন ভেজাতে চাইছেন? রইল দেশের সেরা বারের খোঁজ
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Jan 01, 2022 | 11:55 PM
ঐতিহ্য, সংস্কৃতি ও স্থাপত্যের সমৃদ্ধ এই দেশ। এর বাইরে ভারতের প্রাণবন্ত লাইটলাইফ সম্বন্ধে আপনার কতটা ধারণা রয়েছে? মুডকে কাবু করতে ও বাজেটের মধ্যেই দেশের বিখ্যাত ও অবিশ্বাস্য সব বারগুলি হাতের কাছেই রয়েছে।
1 / 8
মুম্বইয়ের বিখ্যাত দ্য বোম্বে ক্যান্টিন থেকে দিল্লির চটকদার বার সাইডকার থেকে শুরু করে গুরুগ্রামের ককটেল ও ড্রিমস স্পিরসি পর্যন্ত অফুরন্ত বিয়ার ও গোটা রাতের উদ্দীপনার জন্য পরিচিত।
2 / 8
গুরুগ্রামের ২৩ নম্বর সেক্টরে অবস্থিত ককটেল এবং ড্রিমস স্পিকসি বারটিতে চির সবুজ মোজিটোস, কসমোপলিটানস এবং মাই তাইস সহ ক্লাসিক ককটেলগুলির একটি দুর্দান্ত মেনু রয়েছে। বারের পরিবেশ বেশ চমৎকার ও আকর্ষণীয়।
3 / 8
দিল্লির সাইডকার হল রাজধানীতে সবচেয়ে বেশি জনপ্রিয় বারগুলির মধ্যে একটি। সারাদিনের ফুড জয়েন্ট, ক্লাসিক ককটেল এবং বাজেটের মধ্যে খাবার পরিবেশনের জন্য পরিচিত। রয়েছে নয়া ব্যান্ডের আদর্শ ও জমকালো মঞ্চ।
4 / 8
গোয়া মিস করলে মুম্বইয়ের ও পেড্রো বারে অবশ্যই ঢুঁ মেরে আসুন। আলোকময় সন্ধ্যে ও মুড ঠিক করার জন্য রাতের মজা নিতে এই বারে আপনি দারুণ স্বাদের ককটেলে গলা ভেজাতে পারেন।
5 / 8
বোম্বে ক্যান্টিন হল দেশের অন্যতম জনপ্রিয় একটি বার। দেশীয় ক্লাসিক ককটেলের গ্লাসে চুমুক দিতে দিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার আদর্শ ও দুরন্ত জায়গা। রয়েছে সুরের মুর্ছনা। যা আপনার গলা ও মন দুটোই একসঙ্গে তাজা হয়ে যাবে।
6 / 8
মুম্বইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলের সবচেয়ে দুর্দান্ত বারগুলির মধ্যে একটি, হাউস অফ নোম্যাড। সপ্তাহান্তে লাইভ ডিজে-সহ বিভিন্ন স্বাদের দুরন্ত সব ককটেল এখানে আপনি উপভোগ করতে পারেন।
7 / 8
গুরুগ্রামের অপর একটি বিখ্যাত রেস্তোরাঁ ও বার , কমোরিন। শহরের বিখ্যাত ও জনপ্রিয় ককটেল বার। আধুনিক ও ফিউশন খাবারের পাশাপাশি ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে মুড চেঞ্জ করতে পারবেন অনায়াসেই। রয়েছে বাজেটের মধ্যেই ককটেল মেনু।
8 / 8
দেশের সিলিকন ভ্যালি, বেঙ্গালুরুতেও রয়েছে বেশ কিছু আকর্ষণীয় বার।যেখানে ন্যায্য মূল্যে বর্ষশেষের আনন্ত উপভোগ করতে পারবেন। বাইগ ব্রুস্কি ব্রুইং কোম্পানিতে বেশিরভাগ সময়ই কৌতূহলীদের ভিড় লেগেই থাকে, তাই আগাম বুকিং করার পরামর্শ দেওয়া রইল। এই বারের খাবার ও ককটেলের স্বাদ দুর্দান্ত!