Saumya Kamble: বাবার ইচ্ছের অমতে গিয়ে নাচ, ১৬ বছরেই মায়ের স্বপ্ন পূরণ করল সৌম্যা
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Jan 10, 2022 | 9:51 PM
মা অবশ্য প্রথম থেকেই ছিলেন মেয়ের পাশেই। ছোটবেলায় তিনিও যে ওই একই স্বপ্ন দেখতেন চুপিসারে। চাইতেন নাচ নিয়ে এগিয়ে যেতে। পারেননি... ইচ্ছে ছিল, 'মেয়েটা অন্তত করুক'। মেয়ে করেছে। শুধু করেছে তাই নয়, জিতেছেও, একই সঙ্গে উজ্জ্বল করেছেন বাবা-মায়ের মুখও। কথা হচ্ছে পুনের ১৬ বছরের সৌম্যা কাম্বলের।
1 / 6
বাবা চাইতেন মেয়ে ডাক্তার হোক। মেয়ে চাইত নাচ করতে। মা অবশ্য প্রথম থেকেই ছিলেন মেয়ের পাশেই। ছোটবেলায় তিনিও যে ওই একই স্বপ্ন দেখতেন চুপিসারে। চাইতেন নাচ নিয়ে এগিয়ে যেতে। পারেননি... ইচ্ছে ছিল, 'মেয়েটা অন্তত করুক'। মেয়ে করেছে। শুধু করেছে তাই নয়, জিতেছেও, একই সঙ্গে উজ্জ্বল করেছেন বাবা-মায়ের মুখও। কথা হচ্ছে পুনের ১৬ বছরের সৌম্যা কাম্বলের।
2 / 6
জনপ্রিয় রিয়ালিটি শো 'ইন্ডিয়াজ বেস্ট ডান্সার সিজন ২'-এ এবারের সিজনে বিজয়ী হয়েছে সে। কিন্তু তাঁর এই জার্নি মোটেও সহজ ছিল না।
3 / 6
এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সৌম্যা জানিয়েছে অডিশনের সময় তাঁর বাবা চেয়েছিলেন মেয়ে যাতে সিলেক্ট না হয়। কিন্তু মেয়ে হাল ছাড়বার পাত্রী নয়। নাচ চালিয়ে গিয়েছে। তার বেলি ডান্স দেখে অবাক হয়েছে খোদ নোরা ফতেহিও।
4 / 6
আশা ভোঁসলে ভালবেসে উপহার দিয়েছেন নটরাজের মূর্তি। ভালবেসে নাম দিয়েছেন ছোটি হেলেন। তাঁর কথায়, "চার বছর বয়স থেকে নাচ শিখছি। মায়ের ইচ্ছে ছিল মা রিয়ালিটি শো'তে অংশ নেবে। মা পারেনি। তাই মায়ের ইচ্ছে পূরণ করতেই আমি রিয়ালিটি শো'তে অংশ নিই"।
5 / 6
6 / 6
ভবিষ্যতে কোরিওগ্রাফার হতে চান পুনের মেয়েটি। তবে তারও আগে চান যে করেই হোক নাচ চালিয়ে যাওয়ার পাশাপাশি নিদেনপক্ষে স্নাতক পাশ করে রাখতে।