বর্ষাতেও ট্রেকিং! দেশের সেরা মনসুন ট্রেকের সন্ধান রইল এখানে…

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 01, 2021 | 6:17 PM

অনেকেই মনে করেন বর্ষাকালে পাহাড় ভ্রমণ করা একেবারেই ঠিক নয়। কিন্তু এটা জানেন কী, পাহাড়ে ভ্রমণ করার আসল সময় হল বর্ষাকাল। তবে সুরক্ষিত জায়গায় থেকেই ট্রেকিং করা উচিত।

1 / 6
মেঘলা আবহাওয়া, অবিশ্রান্ত বারিধারায় পাহাড়ের যে অন্য়রকম স্নিগ্ধ ও প্রাকৃতিক পরিবেশ আপনি অন্য কোনও সময়ে দেখতে পারবেন না। বর্ষায় পাহাড়ের চরাইয়ে নয়, সমতলে থেকে অল্প দুর্গম এলাকায় ট্রেকিং করা যেতেই পারে।

মেঘলা আবহাওয়া, অবিশ্রান্ত বারিধারায় পাহাড়ের যে অন্য়রকম স্নিগ্ধ ও প্রাকৃতিক পরিবেশ আপনি অন্য কোনও সময়ে দেখতে পারবেন না। বর্ষায় পাহাড়ের চরাইয়ে নয়, সমতলে থেকে অল্প দুর্গম এলাকায় ট্রেকিং করা যেতেই পারে।

2 / 6
ভ্যালি অফ ফ্লাওয়ারস- উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গেলে ফ্লাওয়ার্স ভ্যালিতে অবশ্যই যাবেন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে সাইটের তালিকায় এই অসাধারণ উপত্যকার নাম অন্তর্ভুক্ত রয়েছে। বর্ষায় এই উপত্যকার যে প্রাকৃতিক শোভা আপনি দেখতে পাবেন, তা অবর্নণীয়।

ভ্যালি অফ ফ্লাওয়ারস- উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গেলে ফ্লাওয়ার্স ভ্যালিতে অবশ্যই যাবেন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে সাইটের তালিকায় এই অসাধারণ উপত্যকার নাম অন্তর্ভুক্ত রয়েছে। বর্ষায় এই উপত্যকার যে প্রাকৃতিক শোভা আপনি দেখতে পাবেন, তা অবর্নণীয়।

3 / 6
সিংহগড় ট্রেক- পুনের অত্যন্ত জনপ্রিয় হিল ফরেস্ট এলাকা হল সিংহগড়। এখানে ট্রেকিংয়ের অভিজ্ঞতা অর্জন করতে হলে অবশ্যই মনসুনে আসার চেষ্টা করবেন। তবে এখানে ট্রেকিংয়ের থেকে লোকে পিকনিক করতে বেশি আসেন।

সিংহগড় ট্রেক- পুনের অত্যন্ত জনপ্রিয় হিল ফরেস্ট এলাকা হল সিংহগড়। এখানে ট্রেকিংয়ের অভিজ্ঞতা অর্জন করতে হলে অবশ্যই মনসুনে আসার চেষ্টা করবেন। তবে এখানে ট্রেকিংয়ের থেকে লোকে পিকনিক করতে বেশি আসেন।

4 / 6
জোঙ্গরি ট্রেক- মাউন্ট কাঞ্চনজঙ্ঘা ও মাউন্ট পন্ডিমকে একসঙ্গে খুব কাছ থেকে যে এলাকা থেকে দেখা যায় তা হল জোঙ্গরি এলাকা থেকে । সিকিমের ইয়কসোম থেকে জোঙ্গরি ট্রেক করে গোছে লা-তে যেতে পারেন

জোঙ্গরি ট্রেক- মাউন্ট কাঞ্চনজঙ্ঘা ও মাউন্ট পন্ডিমকে একসঙ্গে খুব কাছ থেকে যে এলাকা থেকে দেখা যায় তা হল জোঙ্গরি এলাকা থেকে । সিকিমের ইয়কসোম থেকে জোঙ্গরি ট্রেক করে গোছে লা-তে যেতে পারেন

5 / 6
কাশ্মীর গ্রেট লেক- ৭টি লেক পেরিয়ে এই শেষের লেকটির অসাধারণ প্রাকৃতিক শোভা দেখার জন্য বহু পর্যটক ও ট্রেকার ভিড় করেন।

কাশ্মীর গ্রেট লেক- ৭টি লেক পেরিয়ে এই শেষের লেকটির অসাধারণ প্রাকৃতিক শোভা দেখার জন্য বহু পর্যটক ও ট্রেকার ভিড় করেন।

6 / 6
বিয়াস কুন্দ- হিমাচল প্রদেশের অভূতপূর্ব এক পাহাড়ি এলাকা। মানালি থেকে সহজেই পৌঁছে যাওয়া যায় এখানে। বর্ষায় পাহাড়ের মনোরম ও নৈসর্গিক দৃশ্যে দেখতে বহু ট্রেকার ভিড় করেন এখানে।

বিয়াস কুন্দ- হিমাচল প্রদেশের অভূতপূর্ব এক পাহাড়ি এলাকা। মানালি থেকে সহজেই পৌঁছে যাওয়া যায় এখানে। বর্ষায় পাহাড়ের মনোরম ও নৈসর্গিক দৃশ্যে দেখতে বহু ট্রেকার ভিড় করেন এখানে।

Next Photo Gallery