Indian Villages: ছবির মতো সুন্দর ভারতের এইসব গ্রাম, পরিচ্ছন্ন পরিবেশই জনপ্রিয়তার কারণ

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jul 27, 2021 | 6:14 PM

ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বেশ কিছু অসামান্য পর্যটন কেন্দ্র। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ আর মনোরম প্রকৃতিই এসব জায়গায় জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ।

1 / 7
ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বেশ কিছু অসামান্য পর্যটন কেন্দ্র। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ আর মনোরম প্রকৃতিই এসব জায়গায় জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ। কোথাও সবুজের সমাবেশ। কোথাও পাহাড়ের গাম্ভীর্য। সব মিলিয়ে রয়েছে এক অমোঘ আকর্ষণ।

ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বেশ কিছু অসামান্য পর্যটন কেন্দ্র। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ আর মনোরম প্রকৃতিই এসব জায়গায় জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ। কোথাও সবুজের সমাবেশ। কোথাও পাহাড়ের গাম্ভীর্য। সব মিলিয়ে রয়েছে এক অমোঘ আকর্ষণ।

2 / 7
Mawlynnong Village- মেঘালয়ের এই গ্রাম এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের খেতাব পেয়েছে। চারপাশে সবুজে ঘেরা এই গ্রামে ঢুকলেই চোখের আরামের সঙ্গে সঙ্গে মন-প্রাণ জুড়িয়ে যাবে।

Mawlynnong Village- মেঘালয়ের এই গ্রাম এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের খেতাব পেয়েছে। চারপাশে সবুজে ঘেরা এই গ্রামে ঢুকলেই চোখের আরামের সঙ্গে সঙ্গে মন-প্রাণ জুড়িয়ে যাবে।

3 / 7
অসমের মাজুলী হল বিশ্বের বৃহত্তম নদী ব-দ্বীপ। একটু অফবিট জায়গায় ঘুরতে চাইলে মাজুলী আপনার তালিকায় অনায়াসে জায়গা করে নেবে। মনোরম প্রাকৃতিক পরিবেশে এক অদ্ভুত শান্তি রয়েছে এই জায়গায়।

অসমের মাজুলী হল বিশ্বের বৃহত্তম নদী ব-দ্বীপ। একটু অফবিট জায়গায় ঘুরতে চাইলে মাজুলী আপনার তালিকায় অনায়াসে জায়গা করে নেবে। মনোরম প্রাকৃতিক পরিবেশে এক অদ্ভুত শান্তি রয়েছে এই জায়গায়।

4 / 7
প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে চাইলে অন্তত একবার হিমাচল প্রদেশের কাসোলে ঘুরতে যেতেই হবে। পাহাড়ের গাম্ভীর্য, পাহাড়ি নদী-ঝর্নার স্রোত, সব মিলিয়ে প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ ডেস্টিনেশন হিমাচলের কাসোল গ্রাম।

প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে চাইলে অন্তত একবার হিমাচল প্রদেশের কাসোলে ঘুরতে যেতেই হবে। পাহাড়ের গাম্ভীর্য, পাহাড়ি নদী-ঝর্নার স্রোত, সব মিলিয়ে প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ ডেস্টিনেশন হিমাচলের কাসোল গ্রাম।

5 / 7
ziro- অরুণাচল প্রদেশের এই জায়গায় রয়েছে সুবিস্তৃত তৃণভূমি। সেই সঙ্গে রয়েছে পাহাড়ের সৌন্দর্য্য। বেশিরভাগ জায়গা এখনও আবিষ্কারই হয়নি। তাই ভারতের অফবিট ডেস্টিনেশনের মধ্যে অন্যতম হল অরুণাচলের ziro।

ziro- অরুণাচল প্রদেশের এই জায়গায় রয়েছে সুবিস্তৃত তৃণভূমি। সেই সঙ্গে রয়েছে পাহাড়ের সৌন্দর্য্য। বেশিরভাগ জায়গা এখনও আবিষ্কারই হয়নি। তাই ভারতের অফবিট ডেস্টিনেশনের মধ্যে অন্যতম হল অরুণাচলের ziro।

6 / 7
মুম্বইয়ের কাছেই রয়েছে মহারাষ্ট্রের জনপ্রিয় হিল স্টেশন মাথেরান। পাহাড়ের নাম যখন জুড়েছে, তখন এ জায়গা যে ভারতবর্ষের অন্যতম সেরা বেড়ানোর জায়গার মধ্যে একটা হবে, এটা স্পষ্ট। পাহাড়ের সঙ্গে সবুজের মিশেল, পশ্চিমঘাট পর্বতমালার বিস্ময়কর সৌন্দর্য্য মাথেরানকে একদম আলাদা করে তুলেছে।

মুম্বইয়ের কাছেই রয়েছে মহারাষ্ট্রের জনপ্রিয় হিল স্টেশন মাথেরান। পাহাড়ের নাম যখন জুড়েছে, তখন এ জায়গা যে ভারতবর্ষের অন্যতম সেরা বেড়ানোর জায়গার মধ্যে একটা হবে, এটা স্পষ্ট। পাহাড়ের সঙ্গে সবুজের মিশেল, পশ্চিমঘাট পর্বতমালার বিস্ময়কর সৌন্দর্য্য মাথেরানকে একদম আলাদা করে তুলেছে।

7 / 7
ভগবানের নিজের দেশ হল কেরল। আর সেখানেই রয়েছে ইদুক্কি বাঁধ। নদীর উপর তৈরি কোনও বাঁধ বা ড্যাম যে এত সুন্দর হতে পারে, না দেখলে বিশ্বাস করা যায় না। বিপুল জলরাশি, পাহাড় ঘেরা পরিবেশ, সুবিশাল ড্যাম- সবই পর্যটকদের নজর কেড়ে নেই।

ভগবানের নিজের দেশ হল কেরল। আর সেখানেই রয়েছে ইদুক্কি বাঁধ। নদীর উপর তৈরি কোনও বাঁধ বা ড্যাম যে এত সুন্দর হতে পারে, না দেখলে বিশ্বাস করা যায় না। বিপুল জলরাশি, পাহাড় ঘেরা পরিবেশ, সুবিশাল ড্যাম- সবই পর্যটকদের নজর কেড়ে নেই।

Next Photo Gallery