Bangla NewsPhoto gallery India's ex captain Virat Kohli is the only player to score 500 plus runs against Australia in T20I history
Virat Kohli: অজিদের ভয়ের কারণ যখন কিং কোহলি
২০ সেপ্টেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ৩ টি টি-টোয়েন্টি ম্যাচের একটি সিরিজ শুরু হতে চলেছে। এবং এই সিরিজে সকলের চোখ থাকবে বিরাট কোহলির (Virat Kohli) দিকে। এশিয়া কাপে বহু প্রতিক্ষিত শতরান পেয়েছেন বিরাট। এ বার মেন ইন ব্লুর সামনে নয়া চ্যালেঞ্জ। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক রান রয়েছে কিং কোহলির নামের পাশে।